ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭
ইসরায়েল-গাজা যুদ্ধ

অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে : ইইউ

  • * আকাশ থেকে ত্রাণ ফেলছে জার্মানি * সমুদ্রপথে ত্রাণ সরবরাহে রয়েছে নিরাপত্তা ঝুঁকি
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে : ইইউ

ফিলিস্তিনের গাজায় অনাহারকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল। অধিকৃত ভূখণ্ডটিতে ত্রাণ প্রবেশের অপ্রতুলতাকে মানবসৃষ্ট বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন তিনি।

এদিকে অতি প্রয়োজনীয় খাদ্য সরবরাহ নিয়ে সাইপ্রাস থেকে  স্পেনের একটি জাহাজ রওনা দিয়েছে। গাজা অভিমুখে যাত্রা করা প্রথম ত্রাণবাহী জাহাজ এটি।

কিন্তু স্থলপথে ত্রাণ সরবরাহের চাহিদা এভাবে জাহাজের মাধ্যমে মেটানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফাহ শহরসহ গাজার দক্ষিণাংশে আক্রমণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে গত মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে  বোরেল বলেন, কার্যকর স্থলপথের অভাবেই গাজায় মানবিক সংকট দেখা দিয়েছে। তিনি বলেন, আমরা এখন এমন একটি জনসংখ্যার মুখোমুখি হয়েছি যারা তাদের নিজেদের বাঁচানোর জন্য লড়াই করছে।

অনাহারকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যখন আমরা ইউক্রেনে এটি হচ্ছে বলে নিন্দা করেছি তখন গাজায় যা হচ্ছে তার জন্যও আমাদের একই শব্দ ব্যবহার করতে হবে। এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার জনসংখ্যার এক-চতুর্থাংশ, অন্তত পাঁচ লাখ ৭৬ হাজার মানুষ, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

এদিকে উত্তর গাজায় স্থলপথে খাদ্য সহায়তা পৌঁছাতে তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো নতুন একটি স্থলপথ ব্যবহার করা হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বিশ্ব খাদ্য কর্মসূচির ছয়টি লরি গাজা সীমান্তের বেড়ার একটি গেট দিয়ে অতিক্রম করেছে। তারা আরো জানায়, স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে সরবরাহ করা ওই সহায়তা হামাসকে ত্রাণ নিতে বাধা দেওয়ার জন্য একটি পরীক্ষামূলক কার্যক্রমের অংশ।

তবে ইসরায়েলের বাধার কারণে স্থলপথে গাজায় ত্রাণ পাঠাতে না পেরে বিমান থেকে খাদ্য ত্রাণ ফেলা ও সমুদ্রপথের মতো বিকল্প বেছে নিতে বাধ্য হচ্ছে ত্রাণ সরবরাহকারীরা।

এদিকে জার্মানি গতকাল বুধবার বলেছে, তারা গাজা উপত্যকায় বিমান থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেবে। গাজায় বিমান থেকে মানবিক সহায়তা দেওয়া প্রথম শুরু করে জর্দান।

এরপর ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশ এতে যোগ দেয়। তবে এতে ঝুঁকিও রয়েছে। এরই মধ্যে গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ প্যাকেজের আঘাতে অনেক ফিলিস্তিনির মৃত্যুও হয়েছে। 

অন্যদিকে গাজায় সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দিতে অস্থায়ী বন্দর নির্মাণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই পরিকল্পনার সাফল্য নিরাপত্তার ওপর নির্ভর করছে। সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে হঠাৎ করে কোনো গোলা এসে আঘাত হানার আশঙ্কা রয়েছে। এ ছাড়া সহায়তার জন্য মরিয়া মানুষ তীরে এসে ভিড় করলেও দুর্ঘটনা ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র : বিবিসি, এএফপি

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সংক্ষিপ্ত

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার নিন্দায় পোপ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার নিন্দায় পোপ
পোপ লিও

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ক্যাথলিক চার্চের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার তিন দিন পর গাজা যুদ্ধের বর্বরতার এবং নির্বিচারে শক্তি প্রয়োগ বন্ধের আহবান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। গত রবিবার রোমের কাছে পোপের গ্রীষ্মকালীন বাসভবনে এক প্রার্থনা শেষে লিও বলেন, ‘আমি আবারও যুদ্ধের বর্বরতার অবিলম্বে অবসান এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য অনুরোধ করছি। গত বৃহস্পতিবারের হামলার পর সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় পোপ গির্জার ওপর হামলার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন। সূত্র : এএফপি

মন্তব্য

ওবামাকে গ্রেপ্তারের এআই ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ওবামাকে গ্রেপ্তারের এআই ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর আক্রমণ আরো তীব্র করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির নেতাকে গ্রেপ্তারের একটি এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করেছেন তিনি।

গতকাল সোমবার ট্রাম্পেও ট্রুথ সোশ্যালে পোস্ট করা ভিডিওটিতে ওবামার কণ্ঠস্বর ব্যবহার করে বলা হয়, বিশেষ করে প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে। এরপর ভিডিওতে জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিবিদের কণ্ঠে শোনা যায়—‘কেউ আইনের ঊর্ধ্বে নয়

এরপর কৃত্রিমভাবে তৈরি ভিডিওর দৃশ্যে দেখা যায়, এফবিআই এজেন্টরা সাবেক প্রেসিডেন্ট ওবামাকে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তার করছেন। একই সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত ট্রাম্প পেছনে বসে হাসছেন। ভিডিওর শেষে দেখা যায়, ওবামা কারাগারের ভেতরে কমলা রঙের জাম্পস্যুট পরে দাঁড়িয়ে আছেন। এই এআই ভিডিও এমন একসময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড দাবি করেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার প্রভাব সম্পর্কিত  গোয়েন্দা তথ্য জাল ও বিকৃত করা হয়েছিল ওবামা প্রশাসনের সময়ই।

সূত্র : ফক্স নিউজ

মন্তব্য

খাবারে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
খাবারে বিষক্রিয়ায় অসুস্থ নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। পুরোপুরি সেরে ওঠার জন্য কয়েক দিন তিনি নিজের বাড়িতে বসে দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন। নেতানিয়াহুর দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, নেতানিয়াহু (৭৫) গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

বিবৃতিতে আরো জানানো হয়, ইসরায়েলের দীর্ঘদিনের নেতা পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহে ভুগছেন। এই শারীরিক সমস্যা থেকে সেরে উঠতে চিকিৎসকদের পরামর্শে তিনি স্যালাইন নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, নেতানিয়াহু আগামী তিন দিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন। এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর দেহে পেসমেকার বসানো হয়।
একই বছর ডিসেম্বর মাসে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ার পর তাঁর প্রোস্টেট অপসারণ করা হয়। সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স

 

মন্তব্য

পরাজয়ের পরও ক্ষমতা ছাড়তে চান না জাপানের প্রধানমন্ত্রী

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পরাজয়ের পরও ক্ষমতা ছাড়তে চান না জাপানের প্রধানমন্ত্রী
শিগেরু ইশিবা

জাপানের ক্ষমতাসীন জোট নির্বাচনের ফলাফলে পার্লামেন্টের উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। বড় ধরনের অগ্রগতি ঘটেছে একটি কট্টর ডানপন্থী জনতুষ্টিবাদী দলের, যারা বিদেশিদের নীরব আগ্রাসন-এর বিষয়ে সতর্ক করে আসছে। তবে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, তার এখনই সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

গত রবিবারের নির্বাচনে ইশিবার ক্ষমতাসীন জোট উচ্চকক্ষ হাউস অব কাউন্সিলর্সের ২৪৮টি আসনের মধ্যে ৪৭টিতে জয় পেয়েছে।

উচ্চকক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনীয় ৫০টি আসন থেকে তিনটি কম থাকায় বেকায়দায় পড়েছে তারা। প্রতি তিন বছরে হাউস অব কাউন্সিলর্সের অর্ধেক আসনে নির্বাচন হয়। এবারও এই কক্ষের মোট আসনের অর্ধেক, অর্থাৎ ১২৪টি আসনে ভোট হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নির্বাচনের এই ফলের পর উচ্চকক্ষে ইশিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জোট শরিক কোমিতোর মোট আসন দাঁড়িয়েছে ১২২টি।

নির্বাচনের এই ফলে প্রধানমন্ত্রী ইশিবার সংখ্যালঘু সরকারের পতন হয়তো হবে না, কিন্তু সরকারপ্রধানের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করবে। ইশিবা গত অক্টোবরেই পার্লামেন্টের প্রভাবশালী নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।

এমন ফলের কারণে এশিয়ার অন্যতম প্রভাবশালী অর্থনীতির দেশটি এমন একসময়ে রাজনৈতিক অস্থিরতায় পড়তে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক কার্যকরের সময় দ্রুত ঘনিয়ে আসছে।

রবিবার রাতে বুথফেরত জরিপ যখন তার জোটের ভরাডুবির ইঙ্গিত দিচ্ছে তখন ইশিবা জানান, তিনি আন্তরিকভাবে এই কঠোর ফলাফল মেনে নিয়েছেন।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইশিবা বলেন, এটি একটি কঠিন পরিস্থিতি আর আমাদের এটি গুরুত্বসহকারে এবং বিনীতভাবে মেনে নিতে হবে। সূত্র : রয়টার্স

মন্তব্য

সর্বশেষ সংবাদ