ইরাক ও সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন বিমান হামলা ঘিরে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে চীন ও রাশিয়া। স্থানীয় সময় গত সোমবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশ দুটি ওয়াশিংটনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে এরই মধ্যে বিরাজমান উত্তেজনা আরো উসকে দেওয়ার অভিযোগ করে।
জর্দানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহতের জবাবে স্থানীয় সময় গত শুক্রবার রাতে ইরাক-সিরিয়ায় একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই বিমান হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের কাছে জরুরি বৈঠকের আহবান জানায় রাশিয়া।
জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া অভিযোগ করে বলেন, এটি স্পষ্ট যে, মধ্যপ্রাচ্যে সংঘাতকে আরো উসকে দিতে ইচ্ছাকৃতভাবে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে।
চীনও ইরাক ও সিরিয়ায় মার্কিন হামলার নিন্দা করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি নিয়ে জাতিসংঘে চীনা রাষ্ট্রদূত ঝাং জুনও অভিন্ন উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এই অঞ্চলে মার্কিন কর্মকাণ্ড নিঃসন্দেহে নতুন অশান্তি সৃষ্টি করছে এবং উত্তেজনা আরো তীব্র করে তুলছে।
এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গতকাল মঙ্গলবার লোহিত সাগরে মার্কিন ও ব্রিটিশ জাহাজে আঘাত হানার দাবি করেছে। তারা দাবি করেছে, তাদের হামলার প্রথম লক্ষ্যবস্তু ছিল মার্কিন জাহাজ স্টার নাসিয়া ও অন্য লক্ষ্যবস্তু ছিল ব্রিটিশ জাহাজ মর্নিং টাইড। এদিকে ব্রিটিশ নিরাপত্তা সংস্থা এমব্রে প্রাথমিকভাবে জানিয়েছিল, ব্রিটিশ মালিকানাধীন একটি কার্গো জাহাজে ড্রোন হামলা হয়েছে। পরে তারা জানায়, বার্বাডোজের পতাকাবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু দিয়ে হামলা করা হয়েছে।
এই বস্তুটি সরাসরি জাহাজে আঘাত করেনি। তবে জাহাজের কাছেই এটি বিস্ফোরিত হয়। সূত্র : আলজাজিরা, এএফপি