দীর্ঘ আলোচনার পর ভারতের বিরোধীদলীয় জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্সের (ইন্ডিয়া) চেয়ারপারসন হিসেবে বেছে নেওয়া হয়েছে জাতীয় কংগ্রেস দলের প্রধান মল্লিকার্জুন খাড়গেকে। তবে জোটের পক্ষ থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ইন্ডিয়া জোট প্রধানের পদের অন্যতম দাবিদার ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তবে গতকাল জোটের বৈঠকে তিনিই বলেন, কংগ্রেসের কাউকে ইন্ডিয়া জোটের দায়িত্ব দেওয়া উচিত।
গতকালের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ছাড়া জোটের বাকি সব দলের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে অংশ নেওয়া বেশ কয়েকজন নেতা জাতীয় পর্যায়ে ঐক্য ধরে রাখা এবং রাজ্য পর্যায়ের বিরোধের কারণে যাতে কেন্দ্রীয় জোট ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। চেয়ারপারসন নির্বাচিত করার মাধ্যমে বহু সমস্যায় জর্জরিত ইন্ডিয়া জোট আপাতত একটি চ্যালেঞ্জ উতরে গেছে। এখনো জোটের সব দলের মধ্যে আসন ভাগাভাগির সমস্যা সমাধান করতে হবে তাদের।
উত্তর প্রদেশের নির্বাচনে কংগ্রেস কোনো আসন ভাগাভাগি করতে না চাওয়ায় ধারণা করা হচ্ছে, সমাজবাদী পার্টি আপসের মেজাজে থাকবে না। সম্প্রতি রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তিশগড়ে কংগ্রেসের শোচনীয় পরাজয় এবং মধ্য প্রদেশে কংগ্রেসের প্রধান কমল নাথকে বহিষ্কারের পর কংগ্রেসকে একহাত নেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এদিকে আম আদমি পার্টির (এএপি) সঙ্গেও কংগ্রেসের আলোচনা ফলপ্রসূ হয়নি। সূত্র : এনডিটিভি