মিয়ানমারের উত্তরাঞ্চলে দুই সপ্তাহ আগে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরুর পর সংঘর্ষে প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গতকাল শুক্রবার জাতিসংঘ এই তথ্য দিয়েছে। চীন সীমান্তবর্তী মিয়ানমারের শান প্রদেশজুড়ে গত দুই সপ্তাহে সংঘাত বেড়েছে। ২০২১ সালে ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো জান্তা সরকার সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে ধারণা বিশ্লেষকদের।
উত্তর মিয়ানমারে সংঘর্ষে বাস্তুচ্যুত ৫০ হাজার : জাতিসংঘ
কালের কণ্ঠ ডেস্ক

চীন সীমান্তে থাকা বেশ কয়েকটি সামরিক চেকপোস্ট দখল করার দাবি জানিয়েছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও আরাকান আর্মি (এএ)। এতে চীনের সঙ্গে মিয়ানমারের বাণিজ্যিক রুটগুলো বন্ধ হয়ে গেছে বলে দাবি তাদের।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংস্থা (ইউএনওসিএইচএ) জানিয়েছে, ৯ নভেম্বর পর্যন্ত উত্তর শানের প্রায় ৫০ হাজার মানুষ চাপে পড়ে বাস্তুচ্যুত হয়েছে। গতকাল শুক্রবারও সংঘর্ষ হয়েছে হেসেনউই শহরে।
লাশিয়ো শহরের একজন বাসিন্দা বলেন, সেখানে কোনো সংঘর্ষ হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, তবে রাতের বেলা শহরের বাইরে গোলাবর্ষণের শব্দ পাওয়া যায়।
জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, শান প্রদেশের লাশিয়ো শহরের বাইরে সামরিক বাহিনীর উত্তর-পূর্বাঞ্চলীয় কমান্ড এলাকার ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা ব্যাহত হচ্ছে। মানবিক সহায়তার কাজও ব্যাহত হচ্ছে।
ইউএনওসিএইচএ আরো জানিয়েছে, নভেম্বরের শুরু থেকে প্রতিবেশী সাগাইং অঞ্চল ও কাচিন রাজ্যে সেনাবাহিনী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে আরো ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সামরিক বাহিনী সেখানকার সংঘর্ষ সম্পর্কে একেবার কম মন্তব্য করেছে। তবে জান্তা নিযুক্ত প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেছেন, সামরিক বাহিনী যদি সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে না পারে, তবে মিয়ানমার রাষ্ট্র অবিভক্ত থাকবে না।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল বলেছেন, বেইজিং বুঝতে পেরেছে সংঘর্ষের কারণে অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি। মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিত্র এবং অস্ত্র সরবরাহকারী চীন গত মঙ্গলবার বলেছিল, মিয়ানমারে সংঘর্ষের ফলে চীনা নাগরিক হতাহতের ঘটনাও ঘটেছে। তবে ঠিক কবে ও কোথায়, কতজন হতাহত হয়েছে, সে ব্যাপারে নির্দিষ্ট করে কোনো তথ্য দেওয়া হয়নি। সূত্র : এএফপি
সম্পর্কিত খবর

ফিলিপিন্সে ভয়াবহ বন্যা


গির্জায় ইসরায়েলি হামলা ‘হতবাক’ ট্রাম্প
কালের কণ্ঠ ডেস্ক

সিরিয়া ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি গির্জায় সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় ‘হতবাক’ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনও করেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় বোমা হামলা ও গাজার একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হতবাক’ হয়ে পড়েছিলেন।

মার্কিন কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা
কালের কণ্ঠ ডেস্ক

ব্যক্তিগত কারণে চীন সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তাকে বেইজিং ত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের ওই কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর কোনো অগ্রাধিকার নেই।

সংক্ষিপ্ত
গাজায় এখনই যুদ্ধ বন্ধের আহবান ২৮ দেশের
কালের কণ্ঠ ডেস্ক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহবান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ ২৮টি দেশ। ওই দেশগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত হয়ে একটি বিবৃতিও দিয়েছে। বিবৃতিতে গাজায় মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে তারা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে এবং এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত।