ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিজনিত আকস্মিক বন্যায় ব্যাপক অঞ্চল ডুবে গেছে। ঢলে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২৩ সদস্য নিখোঁজ রয়েছে। সিকিমের উত্তরাঞ্চলে একটি লেকের ওপরের দিকে প্রবল বর্ষণের ঘটনা ঘটে। এর জেরে নিচের লাচেন উপত্যকায় তিস্তা নদীর পানি উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে।
সিকিমে পাহাড়ি বান, ২৩ সেনা নিখোঁজ
কালের কণ্ঠ ডেস্ক

সরকারি কর্মকর্তারা বলছেন, বানের পানিতে সেনাবাহিনীর কয়েকটি যান তলিয়ে গেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য অংশেও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
সিকিমের উত্তরাঞ্চলকে বাকি অংশের সঙ্গে যুক্তকারী দুটি সেতুও তলিয়ে গেছে।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, চুংথাম বাঁধ থেকে তিস্তায় পানি ছাড়ার ফলে হঠাৎ করে পানির উচ্চতা প্রায় ২০ ফুট বেড়ে যায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে সমর্থনের আশ্বাস দিয়েছেন। সোশ্যাল মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে মোদি লিখেছেন, ‘সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং রাজ্যের কিছু অংশে দুর্ভাগ্যজনক প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। সেখানকার ঝুঁকি মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি।’
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বলেছেন, কেউ আহত হয়নি। তবে সরকারি সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সিংটামেও কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ত্রাণ দেওয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। সূত্র : বিবিসি
সম্পর্কিত খবর

কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড : সেই নারী কর্মকর্তার পদত্যাগ
কালের কণ্ঠ ডেস্ক

কোল্ডপ্লে কনসার্টে ‘কিস ক্যাম’-এ ধরা পড়া ঘটনায় টেক প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অ্যাস্ট্রোনোমারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে ভাইরাল হওয়া ভিডিও কেলেঙ্কারির পরপরই পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।

রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু
কালের কণ্ঠ ডেস্ক

ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়াড়ে জেলার একটি সরকারি স্কুলের ছাদ ধসে চার শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ঝালাওয়াড় পুলিশ সুপার অমিত কুমার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘এই দুর্ঘটনায় চার শিশু মারা গেছে।

সংক্ষিপ্ত
দীর্ঘ ৪০ বছর পর মুক্তি পেলেন ইব্রাহিম আবদুল্লাহ
কালের কণ্ঠ ডেস্ক

ফ্রান্সের কারাগারে ৪০ বছরেরও বেশি সময় বন্দি থাকার পর গতকাল শুক্রবার মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থী লেবানিজ কর্মী জর্জেস ইব্রাহিম আবদুল্লাহ। দুই কূটনীতিককে হত্যার অভিযোগে কারাভোগের পর তাঁকে লেবাননে পাঠানো হয়েছে। মুক্তি পাওয়ার পর আবদুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেছেন। তাঁকে লেবাননের হেফাজতে স্থানান্তর করা হয়েছে।

স্টিভ জবসের মেয়ের রাজকীয় বিয়ে
কালের কণ্ঠ ডেস্ক

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস আজ শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে ৬৭ লাখ মার্কিন ডলার।
২৭ বছর বয়সী ইভ বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান হ্যারি চার্লসকে। ২০২২ সালে শুরু হয় তাঁদের প্রেম।
১৯৯৮ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো অল্টোতে জন্মগ্রহণ করেন স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ। এরিন ও রিড নামে তাঁর দুই বড় ভাই-বোন আছেন। লিসা নামে তাঁর এক সেবানও রয়েছেন।