ভারতের রাজধানী নয়াদিল্লিতে বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিক ও লেখকের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ বলছে, অনলাইন নিউজপোর্টাল নিউজক্লিকে সন্দেহভাজন চীনা অর্থায়ন নিয়ে তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে অভিযানের সময় পুলিশ সাংবাদিক ও লেখকদের মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে।
গতকাল নিউজক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ, সাংবাদিক অভিসার শর্মা, অনিন্দ্য চক্রবর্তী, ভাষা সিং, জনপ্রিয় ব্যঙ্গশিল্পী সঞ্জয় রাজৌরা ও ইতিহাসবিদ সোহাইল হাশমির বাড়িতে অভিযান চালানো হয়।
তাঁদের মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানাতেও নিয়ে যায় পুলিশ।
অভিযানের ব্যাপারে দিল্লি পুলিশ মুখ খোলেনি। তবে সাংবাদিক অভিসার শর্মা সোশ্যাল মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বলেন, পুলিশ তাঁর মোবাইল ও ল্যাপটপ নিয়ে গেছে। ভাষা সিংও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পুলিশ তাঁর মোবাইল জব্দ করেছে।
নিউজক্লিকের বিরুদ্ধে চীনের কাছ থেকে অর্থ নেওয়ার বিনিময়ে তাঁদের প্রচারণা চালানোর অভিযোগ করা হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। অবশ্য অভিযোগটি অস্বীকার করেছে সরকারের সমালোচনার জন্য পরিচিত এ ওয়েবসাইটের কর্তৃপক্ষ।
সমালোচকরা বলছেন, পুলিশের এই পদক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতার ওপর পরিকল্পিত আক্রমণ।
২০০৯ সালে চালু হওয়া নিউজক্লিক স্বাধীন সংবাদ প্রকাশ এবং চলতি ঘোষণাবলির ওয়েবসাইট হিসেবে পরিচিত। ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নিয়ম ভঙ্গ করার অভিযোগে কর কর্তৃপক্ষ ২০২১ সালে এর কার্যালয়ে অভিযান চালিয়েছিল।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দিল্লিতে নিউজক্লিক ওয়েবসাইটের অফিসেও অনুসন্ধান চালানো হয়েছে। এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নারওয়া তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, বিস্তারিত বিবরণ জানার পর এ ব্যাপারে বলবেন তিনি।
ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে বলা হয়েছে, চীনা প্রচারণা ছড়ানোর জন্য একজন মার্কিন ধনকুবেরের কাছ থেকে নিউজক্লিক তহবিল পেয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত আগস্টে ওয়েবসাইটটির বিরুদ্ধে ভারতে মামলা করা হয়।
২০১৪ সালে নরেদ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতে আর্থিক অনিয়মের অভিযোগে বিবিসিসহ বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। বিভিন্ন কারণে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র : বিবিসি, এনডিটিভি