জাপানের হিরোশিমায় জি৭ জোটের শীর্ষ সম্মেলনের পার্শ্বরেখায় সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। রাশিয়ার ইউক্রেন আক্রমণ শুরু হওয়ার পর এটি তাঁদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এর আগে তাঁরা শুধু ভার্চুয়ালি যোগাযোগ করেছেন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কর্তৃক প্রকাশিত ভিডিওতে মোদিকে বলতে শোনা যায়, ‘ইউক্রেন যুদ্ধ বিশ্বের ওপর নানাভাবে প্রভাব ফেলছে।
আমি একে রাজনৈতিক বা অর্থনৈতিক নয়, বরং মানবিক মূল্যবোধের বিষয় হিসেবে দেখছি। গত বছর ইউক্রেন থেকে ফেরা আমাদের ছেলেমেয়েদের কাছে সেখানকার পরিস্থিতির বর্ণনা শুনেছি। ইউক্রেনীয়দের অবস্থা আমি বুঝতে পারি।’
এরপর মোদি বলেন, ‘আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, উদ্ভূত সমস্যা সমাধানে ভারত এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সাধ্যমতো চেষ্টা করব।
’
দুজনের সাক্ষাতের পর জেলেনস্কি তাঁর টেলিগ্রামে লেখেন, ‘আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন দেওয়ায় ভারতকে ধন্যবাদ।’
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে মানবিক সহায়তা পাঠানোয় মোদিকে ধন্যবাদও জানান জেলেনস্কি। পাশাপাশি ইউক্রেনে শান্তি পরিকল্পনায় অংশ নিতে ভারতকে আমন্ত্রণ জানান তিনি।
তিন দেশ সফরের পরিকল্পনা নিয়ে গতকাল নয়াদিল্লি ত্যাগ করেছিলেন নরেন্দ্র মোদি।
জাপানে জি৭ জোটের বৈঠকের তিনটি অধিবেশনে অংশ নেওয়ার কথা তাঁর। এরপর পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়া সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী।
জি৭ সভাপতি জাপানের আমন্ত্রণে জেলেনস্কি হিরোশিমায় শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।
সূত্র : এনডিটিভি