ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির ‘কথিত’ অনিয়ম ও রাহুলের সংসদ সদস্য (এমপি) পদ খারিজ নিয়ে চলা বিতর্কের মধ্যে কংগ্রেস আমলের দুর্নীতির খতিয়ান সামনে এনেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গতকাল রবিবার এ নিয়ে তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি।
বিজেপি বলছে, ভিডিওতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ইউপিএ) দুই মেয়াদের সরকারের দুর্নীতির তথ্য তুলে ধরা হয়েছে। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ওই দুই সরকারের সময় ৫০ হাজার কোটি রুপির দুর্নীতি হয়েছে।
‘কংগ্রেস ফাইলস’ শিরোনামের এ ভিডিও সম্পর্কে বিজেপি বলছে, এর মধ্যে প্রদর্শিত অপকর্মের জন্য দায়ী হচ্ছেন মনমোহন সিং নিজে ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। কয়লা কেলেঙ্কারি, টুজি স্পেকট্রাম কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস দুর্নীতিসহ নানা অনিয়ম হয়েছে ওই সময়। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৪৮,২০,৬৯,০০,০০,০০০ রুপির দুর্নীতি হয়েছে।
কিছুদিন আগে ভারতের কেন্দ্রীয় আর্থিক দুর্নীতি তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) অপব্যবহার নিয়ে সুপ্রিম কোর্টে যায় কংগ্রেসসহ ১৪টি বিরোধী দল।
ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘দেশে দুর্নীতিবাজ বাঁচাও আন্দোলন চলছে।’ এবার সেই অভিযোগের ধার বাড়িয়ে কংগ্রেসকে আক্রমণ করল বিজেপি। বিজেপি বারবার বলে আসছে, দুর্নীতি থেকে বাঁচতে দলগুলো একজোট হচ্ছে। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা