ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

মিত্রদের নিয়ে জেলেনস্কির হতাশা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মিত্রদের নিয়ে জেলেনস্কির হতাশা

ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, আধুুনিক যুদ্ধবিমানসহ কার্যকর অস্ত্র সরবরাহে দেরি করার অভিযোগ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, এ জন্য যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। এক ভিডিও বার্তায় জেলেনস্কি এ মনোভাব প্রকাশ করেন। তাঁর শব্দচয়ন ও কথার ধরনে স্পষ্ট হতাশা প্রকাশ পেয়েছে বলেই মত পর্যবেক্ষকদের।

চলন্ত ট্রেনে ধারণ করা ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত নিতে দেরি করছে ইউরোপীয়রা।

তারা ইউক্রেনকে ইইউর সদস্য করতেও দেরি করছে।

বার্তায় ইউরোপীয় মিত্রদের কাছে জেলেনস্কি আরো অস্ত্র চেয়েছেন। আধুনিক এসব অস্ত্র দ্রুততর সময়ে সরবরাহের পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কঠোর করার আহ্বানও জানান তিনি। অন্যথায় যুদ্ধ দীর্ঘায়িত হবে বলে সতর্ক করেন ইউক্রেন প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেন, এক বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে দমানোর পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। যদি ইউরোপ দেরি করে (অস্ত্র সরবরাহে) তাহলে শত্রুরা পুনর্গঠিত হয়ে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারবে। তা প্রতিরোধ করার ক্ষমতা এখন আপনাদের হাতে রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, আমাদের সেনাদের হাতে অস্ত্র সরবরাহে আমরা দেরি করতে পারি না...আমাদের আধুনিক যুদ্ধবিমান প্রয়োজন।

আধুনিক যুদ্ধবিমান সরবরাহের অনিচ্ছার পেছনে কি কোনো যৌক্তিক কারণ আছে?

জেলেনস্কি এরপর ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড ও স্লোভাকিয়া তাদের মিগ যুদ্ধবিমান সরবরাহ করায় ধন্যবাদ জানান। এসব যুদ্ধবিমান ইউক্রেনের বিমানসেনারা নতুন কোনো প্রশিক্ষণ ছাড়াই চালাতে পারবে। তবে এর চেয়ে আধুনিক যুদ্ধবিমান পাঠানোর বিষয়ে পশ্চিমা মিত্ররা এখনো কোনো প্রতিশ্রুতি দেয়নি। রাশিয়ার প্রতি আরো নিষেধাজ্ঞা আরোপে ইইউর তোড়জোড় না থাকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জেলেনস্কি।

ইউরেনিয়ামযুক্ত অস্ত্র নিয়ে বিরোধিতা

ইউক্রেনে ডিপলিটেড ইউরেনিয়াম সমৃদ্ধ ট্যাংকবিধ্বংসী গোলা পাঠানোর বিষয়ে যুক্তরাজ্যের ঘোষণার পর বিভিন্ন মহল থেকে এর বিরোধিতা করা হচ্ছে।

এরই মধ্যে খোদ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ জ্যেষ্ঠ রুশ নেতারা এ ব্যাপারে যুক্তরাজ্যকে সতর্ক করে দিয়েছেন।

ইউক্রেনকে ডিপলিটেড ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা সরবরাহের বিষয়ে যুক্তরাজ্য সরকারের প্রতিশ্রুতির বিরোধিতা করেছেন জার্মান আইন প্রণেতা সাহরা ওয়াজেনকেচ। বামপন্থী এই আইন প্রণেতা তাঁর দেশের কেন্দ্রীয় সরকারকে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অনুরোধ জানান বলে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম স্পুিনক জানিয়েছে।

পারমাণবিক জ্বালানির জন্য ইউরেনিয়াম ব্যবহার করার সময় উপজাত হিসেবে ডিপলিটেড ইউরেনিয়াম তৈরি হয়। এটি দিয়ে তৈরি গোলা ট্যাংক ও ভারী সাঁজোয়া যান ধ্বংস করতে কার্যকর। ডিপলিটেড ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা সাধারণ ইউরেনিয়ামের চেয়ে বেশ কিছুটা কম।

সাহরা বলেন, ইউক্রেনে ইউরেনিয়ামযুক্ত গোলা সরবরাহ করা হবে একটি অপরাধ। গবেষণায় প্রমাণিত যে, এ ধরনের অস্ত্রের ব্যবহার পরিবেশকে দূষিত করে এবং বেসামরিক লোক ও সেনাদের ক্যান্সার সৃষ্টি করতে পারে।

ব্রিটিশ পরিবেশবাদীরাও এ বিরোধিতা করেছেন।এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, এ ধরনের অস্ত্র কিয়েভের সেনা এবং সাধারণ জনগণেরও ক্ষতি করবে। দেশটির কৃষিজমিতে তা যুগের পর যুগ এমনকি কয়েক শতক ধরে নেতিবাচক প্রভাব ফেলবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পারমাণবিক, জৈবিক ও রাসায়নিক নিরাপত্তা ফোর্সের প্রধান ইগোর কিরিলোভ বলেন, পশ্চিমারা ইউরেনিয়ামযুক্ত নেতিবাচক প্রভাব সম্পর্কে অবগত। বলকান অঞ্চল ও ইরাকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবহৃত ইউরেনিয়ামযুক্ত গোলার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় মানুষ ও পরিবেশের ওপর। সূত্র : রয়টার্স ও স্পুিনক

মন্তব্য

সম্পর্কিত খবর

সিঙ্গাপুরের বিমানবন্দরে দোকানে চুরির অভিযোগে ভারতীয় গ্রেপ্তার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সিঙ্গাপুরের বিমানবন্দরে দোকানে চুরির অভিযোগে ভারতীয় গ্রেপ্তার

সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি বিমানবন্দরের বিভিন্ন দোকান থেকে সাড়ে তিন লাখ রুপি মূল্যের বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশটির পুলিশ গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি বিমানবন্দরের ১৪টি দোকান থেকে পাঁচ হাজার ১৩৬ সিঙ্গাপুরি ডলার মূল্যের পারফিউম, প্রসাধনী ও ব্যাগের মতো বিভিন্ন সামগ্রী চুরি করেন। চুরির পর তিনি স্বাভাবিকভাবেই বিমানে চেপে দেশ ত্যাগ করেন।

তবে ১ জুন পুনরায় ওই ব্যক্তি সিঙ্গাপুর ফিরলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। একটি দোকান থেকে ব্যাগ হারিয়ে যাওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে কর্তৃপক্ষ চুরির ঘটনা জানতে পারে। সূত্র : এনডিটিভি

মন্তব্য

পুতিন-জেলেনস্কি সরাসরি বৈঠকের শর্ত জানাল মস্কো

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পুতিন-জেলেনস্কি সরাসরি বৈঠকের শর্ত জানাল মস্কো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের শর্ত জানিয়েছে মস্কো। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, শান্তিচুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে বৈঠক হওয়া উচিত নয়। রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার এই রাউন্ড শেষ হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদিনস্কি বলেন, ‘চুক্তি সইয়ের উপযোগী অবস্থা প্রস্তুত না হলে শীর্ষ পর্যায়ের বৈঠক অর্থহীন হবে।

বৈঠকটি যেন কেবল চুক্তি সই করার জন্য নয়, এই অবস্থান আমরা ইউক্রেনীয় প্রতিনিধিদের কাছে স্পষ্ট করে দিয়েছি।’ সূত্র : এএফপি

 

মন্তব্য

তুরস্কে দাবানলে ১০ দমকলকর্মী নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
তুরস্কে দাবানলে ১০ দমকলকর্মী নিহত

তুরস্কে দাবানলের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ১৪ জন। গত বুধবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও বন মন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। তুরস্কের পশ্চিমাঞ্চলে আগুন নেভানোর কাজ করছিল ২৪ জনের একটি দল।

হঠাৎ বাতাসের দিক পরিবর্তনে তাঁদের দিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে আটকা পড়েন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ১০ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন বন বিভাগের কর্মী ও পাঁচজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম বিরগুনের প্রতিবেদন অনুযায়ী, পুরো দলটি দাবানলের মধ্যে আটকা পড়ে ‘জীবন্ত দগ্ধ হয়’। এ ঘটনায় শোক জানিয়েছেন রাজনীতিকরা। সূত্র : আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

কমরেড আজিজুল হকের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কমরেড আজিজুল হকের মৃত্যু
আজিজুল হক

নকশালবাড়ী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও বিশিষ্ট বামপন্থী রাজনীতিবিদ কমরেড আজিজুল হক গত সোমবার মারা গেছেন। কলকাতার বিধাননগরের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ষাটের দশকের উত্তাল সময়ে ভারতের নকশাল আন্দোলনে আজিজুল হক ছিলেন প্রথম সারির নেতাদের একজন। চারু মজুমদার ও মহাদেব মুখার্জির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই ঐতিহাসিক আন্দোলনে, যা ১৯৬০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তীব্রভাবে বিস্তার লাভ করেছিল। সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ