গুয়ানতানামো বে কারাগারে বন্দি থাকা সৌদি আরবের এক প্রকৌশলীকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার সূত্রে ২০ বছরেরও বেশি সময় তিনি ওই কারাগারে বন্দি ছিলেন। যদিও তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়নি।
মুক্তি পাওয়া ৪৮ বছর বয়সী ঘাসান আল শারবিকে সৌদি আরবে ফেরত পাঠানো হয়েছে বলে গত বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা বোর্ড গত বছর রায় দিয়েছিল, আল-কায়েদার কোনো নেতৃস্থানীয় বা সহায়তা করার অবস্থানে ছিলেন না আল শারবি।
মার্কিন কর্তৃপক্ষ বলেছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আল শারবি পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি বোমা তৈরির প্রশিক্ষণ নেন। পরের বছর তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করে গুয়ানতানামো কারাগারে পাঠানো হয়।
মার্কিন সামরিক বাহিনী আল শারবির বিরুদ্ধে তোলা প্রাথমিক অভিযোগ ২০০৮ সালে বাদ দেয়। এরপর নতুন কোনো অভিযোগ আনা না হলেও তাঁর মুক্তির অনুমোদন দেওয়া হয়নি। তাঁকে শত্রুযোদ্ধা হিসেবে আটক রাখা হয়েছিল। সূত্র : আলজাজিরা