পশ্চিম তীরে দুই দশকের মধ্যে ইসরায়েলি সেনাদের সবচেয়ে প্রাণঘাতী অভিযানের পরদিন গাজা উপত্যকায় বিমান হামলা চালানো হয়েছে। সশস্ত্র ফিলিস্তিনিদের রকেট হামলার জবাবে গতকাল বৃহস্পতিবার বিমান ও রকেট হামলা চালায় ইসরায়েল। গত বুধবার পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালানোর সময় ইসরায়েলি সেনাদের গুলিতে ১১ জন ফিলিস্তিনি নিহত ও ৮০ জনের বেশি আহত হন।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধেই নাবলুসের অভিযান চালানো হয়েছে।
অন্যদিকে এই অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনিদের রক্ষার আহবান জানিয়েছেন ফিলিস্তিনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হুসেইন আল শেখ।
রকেট হামলার দুই ঘণ্টা পরই কট্টরপন্থী ফিলিস্তিনি সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার একাধিক স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, হামাস নিয়ন্ত্রিত একটি সামরিক শিবির ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গত বুধবার পশ্চিম তীরের একটি ফ্ল্যাটবাড়িতে লুকিয়ে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো হয়।
এ সময় একজন সন্দেহভাজন ফেরারি ব্যক্তি এবং সেনাদের ওপর গুলি চালানো দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিচার্ড হেচ বলেন, উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয় এবং সেনাবাহিনী ওই বাড়িতে রকেট হামলা চালায়।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তাদের লক্ষ্য করে পাথর, বিস্ফোরকদ্রব্য ও ককটেল নিক্ষেপ করা হয়। তবে তাদের পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সূত্র : এএফপি