ফরাসি লেখক দমিনিক লাপিয়ের ৯১ বছর বয়সে মারা গেছেন। ভারতীয় উপমহাদেশের প্রতি বিশেষ টান থাকা এ লেখক বেশ কয়েকটি ‘বেস্ট সেলার’ উপন্যাস লিখেছেন। কলকাতাকে নিয়ে লেখা ‘সিটি অব জয়’ উপন্যাসের জন্য তিনি উপমহাদেশের পাঠকদের কাছে বেশি পরিচিত।
দমিনিক লাপিয়েরের স্ত্রী দমিনিক কশঁ-লাপিয়ের রবিবার ফরাসি সংবাদপত্র ভাখ-মাতাঁকে জানিয়েছেন, তাঁর স্বামী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।
দমিনিক লাপিয়ের ১৯৩১ সালের ৩০ জুলাই ফ্রান্সের পূর্বাঞ্চলের শাতেলাইয়ুঁতে জন্মগ্রহণ করেন। মার্কিন লেখক ল্যারি কলিন্সের সঙ্গে যৌথভাবে তাঁর লেখা ছয়টি বই প্রায় পাঁচ কোটি কপি বিক্রি হয়েছে।
লাপিয়েরের সবচেয়ে বিখ্যাত বই ‘ইজ প্যারিস বার্নিং?’। ১৯৬৫ সালে প্রকাশিত এ বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৯৪৪ সালের আগস্ট পর্যন্ত সময়ের ঘটনা বর্ণনা করা হয়েছে।
বইটিকে পরে চলচিত্রে রূপ দেওয়া হয়েছিল।
কলকাতা শহরকে কেন্দ্র করে লেখা লাপিয়েরের ১৯৮৫ সালের উপন্যাস ‘সিটি অব জয়’-এর কাহিনি এক রিকশাচালকের কষ্টের জীবন ঘিরে। এটির ওপর ভিত্তি করে ১৯৯২ সালে একটি চলচ্চিত্রও মুক্তি পেয়েছিল। সূত্র : এএফপি