kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সংক্ষিপ্ত

চীনে আইফোন কারখানায় বিক্ষোভ

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীনের চেংচাউ শহরে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আইফোন কারখানায় সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশ শ্রমিকদের পিটিয়েছে বলে দাবি করেছে বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ভিডিও ছড়িয়ে পড়লে গতকাল বুধবার সহিংসতার বিষয়টি স্বীকার করে নেয় তাইওয়ানভিত্তিক আইফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ফক্সকন।

সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো ও টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েক শ কর্মীকে বিক্ষোভ করতে দেখা যায়।

বিজ্ঞাপন

এ সময় দাঙ্গা পুলিশ তাদের বাধা দেয়। এসব ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। এক বিবৃতিতে ফক্সকন বলেছে, সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কারখানার কর্মী ও সরকারের সঙ্গে কথা বলা হবে। ফক্সকন বলেছে, বেতন নিয়ে কিছু কর্মীর মনে অসন্তোষ আছে। তবে চুক্তি অনুযায়ী তাঁদের অর্থ পরিশোধ করা হবে।

এ ছাড়া নতুন শ্রমিকদের করোনায় আক্রান্ত কর্মীদের সঙ্গে এক ডরমিটরিতে থাকার প্রস্তাব দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে ফক্সকন। সূত্র : এএফপি

 সাতদিনের সেরা