kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

তুরস্ক ও মেক্সিকোতে ভূমিকম্প

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেতুরস্কের পশ্চিমাঞ্চলের দুজছে শহরের কাছাকাছি অঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া উপকূলে গত মঙ্গলবার ৬.২ মাত্রার ভূমিকম্প হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

তুরস্কের ভূমিকম্পটি আঘাত হানে গতকাল বুধবার ভোর ৪টা ৮ মিনিটে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভূকম্পনটি যথেষ্ট শক্তিশালী ছিল। এটি ইস্তাম্বুল ও রাজধানী আংকারায়ও অনুভূত হয়েছে। প্রথম কম্পনের মিনিট বিশেক পর ৪.৭ মাত্রার আরেকটি ভূকম্পন আঘাত হানে । তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে দুজছে শহরে ৩৭ জন, জোনগুলদাকে ছয়জন এবং ইস্তাম্বুল, বোলু ও কৃষ্ণ সাগর উপকূলের সাকারিয়ায় একজন করে আহত হয়েছে। তবে ভূমিকম্পের কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৈলু জানিয়েছেন। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, মেক্সিকোতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাহা ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাস থেকে ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। এক টুইট বার্তায় গভর্নর মেরিনা দেল পিলার আভিলা জানিয়েছেন, কর্তৃপক্ষ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে। সূত্র : বিবিসি, রয়টার্সসাতদিনের সেরা