ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
৩ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১৮ জুলাই ২০২৫
৩ শ্রাবণ ১৪৩২, ২২ মহররম ১৪৪৭

আফগান নারীদের বিক্ষোভকালে তালেবানের ফাঁকা গুলি

  • ইরানের হিজাববিরোধী বিক্ষোভে সমর্থন
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আফগান নারীদের বিক্ষোভকালে তালেবানের ফাঁকা গুলি
ইরানে পুলিশ হেফাজতে মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদ জানাতে এবং দেশটিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে গতকাল তুরস্কের রাজধানী আংকারায় বিক্ষোভ করেন একদল নারী। ছবি : এএফপি

ইরানের চলমান হিজাববিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে আফগান নারীরা গতকাল রাজধানী কাবুলে মিছিলে নামে। গতকাল বৃহস্পতিবার কাবুলে সেই মিছিল চলাকালে ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় তালেবান।

পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনি হত্যার প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে গতকাল কাবুলে বিক্ষোভ করে আফগান নারীরা। নানা বক্তব্য সংবলিত ব্যানার ছিল তাদের হাতে।

ব্যানারে লেখা ছিল, ‘ইরান জেগেছে, এখন আমাদের জাগতে হবে’ এবং ‘কাবুল থেকে ইরান—স্বৈরতন্ত্রকে না বলুন’।

গণমাধ্যমের খবরে বলা হয়, তালেবান কর্তৃপক্ষ গুলি চালানোর আগে কাবুলে ইরান দূতাবাসের সামনে প্রায় ২৫ জন নারী প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। সেখানে ইরানের আন্দোলনকারীদের মতো ‘নারী, জীবন, স্বাধীনতা’ স্লোগান দেন তাঁরা।

ইরানের মতো আফগানিস্তানেও বর্তমানে কঠোর পর্দা প্রথার মধ্য দিয়ে যেতে হচ্ছে নারীদের।

কট্টর ইসলামপন্থীগোষ্ঠী তালেবান দুই দশক পর ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় ফেরে। ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে নারীর পোশাক ও চলাফেরায় কঠোর বিধি-নিষেধ আরোপ করে তারা। শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীর উপস্থিতি একেবারে সীমিত করে। এসব দমন-পীড়ন উপেক্ষা করে তালেবানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে আফগান নারীরা।
সর্বশেষ ইরানে পুলিশ হেফাজতে মাশা আমিনির মৃত্যুর ঘটনায় প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি জানিয়ে কাবুলের রাস্তায় নামে তারা। ইরানের ওই বিক্ষোভে ৭৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

গতকাল কাবুলের এক বিক্ষোভকারী নারী বলেন, ‘এসব ভয়ংকর সরকারের পতন হওয়া প্রয়োজন। তালেবানের অপরাধেও মানুষ ক্লান্ত। আমরা নিশ্চিত একদিন ইরানের জনগণের মতো এখানেও একইভাবে জেগে উঠবে মানুষ।

গণমাধ্যমের খবরে আরো বলা হয়, বিক্ষোভের ব্যানার ছিনিয়ে নিয়ে তালেবান তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভের ভিডিও মুছে দেওয়ার জন্য কয়েকজন সংবাদকর্মীকে চাপ দেয় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কাবুলে বিক্ষোভের একজন সংগঠক বলেন, ‘ইরানের জনগণ এবং আফগানিস্তানের তালেবান শাসনের কারণে ভুক্তভোগী নারীদের প্রতি সমর্থন ও সংহতি জানাতে’ এই কর্মসূচি আয়োজন করা হয়।

ন্যাটোর প্রস্থানের পর আফগানিস্তানে পশ্চিমাপন্থী সরকার পতনের মধ্য দিয়ে তালেবান শাসনের অধীনে নারীদের বিক্ষোভ অনেকাংশে কমে গেছে। নারী অধিকারের নেতৃস্থানীয় বেশ কয়েকজন আন্দোলনকর্মী এ বছরের শুরুতে গ্রেপ্তার হওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরানের মতো এখানে যেকোনো প্রতিবাদে অংশ নেওয়ার ক্ষেত্রে নারীরা গ্রেপ্তার ও সহিংসতার ঝুঁকির পাশাপাশি জড়তায় ভোগে। সূত্র : এএফপি

 

মন্তব্য

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের সতর্কতা জারি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের একটি দোকান থেকে চুরির অভিযোগে ভারতীয় নারী আটকের ঘটনায় ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস একটি ভিসাসংক্রান্ত সতর্কতা জারি করেছে। সেই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে হামলা বা চুরির মতো অপরাধে শুধু আইনগত জটিলতাই নয়, বরং ভিসা বাতিল হতে পারে। এ ধরনের অপরাধ ভবিষ্যতের ভিসা পাওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।’ বার্তায় আরো বলা হয়, যুক্তরাষ্ট্র বিদেশিদের কাছ থেকে আইন মেনে চলার প্রত্যাশা করে।

আইন লঙ্ঘন করলে বিদেশি পর্যটকদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। অভিযুক্ত ওই নারী যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়েছিলেন এবং একটি স্টোর থেকে প্রায় এক হাজার ৩০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় দেড় লক্ষাধিক টাকা) মূল্যের পণ্য চুরি করেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

মন্তব্য

কানাডায় ২ ভারতীয় শিক্ষার্থীর কারাদণ্ড

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কানাডায় ২ ভারতীয় শিক্ষার্থীর কারাদণ্ড

কানাডার সারেতে এক আদিবাসী ব্যক্তিকে হিট অ্যান্ড রানে হত্যার দায়ে দুই ভারতীয় আন্তর্জাতিক শিক্ষার্থীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই দণ্ড ভোগের পর তাঁদের কানাডা থেকে বিতাড়িত করা হতে পারে। নিহত ব্যক্তি ৪৩ বছর বয়সী একজন ক্রি বংশোদ্ভূত ছিলেন। দুই শিক্ষার্থী হলেন গগনপ্রীত সিং ও জগদীপ সিং।

তাঁরা ২০২২ সালে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ভারত থেকে কানাডায় গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ২৭ জানুয়ারি গগনপ্রীত সিং ও জগদীপ সিং একটি লাল ফোর্ড মাস্টাং গাড়িতে করে এক পথচারীকে ধাক্কা দেন। এরপর তাঁরা তাঁকে ১.৩ কিলোমিটার টেনে নিয়ে যান। ঘটনাস্থলেই ভুক্তভোগীকে মৃত ঘোষণা করা হয়।
গত ফেব্রুয়ারিতে এই দুজন বিপজ্জনকভাবে যান চালানো, দুর্ঘটনার পর না থামা এবং মরদেহের সঙ্গে হস্তক্ষেপের অভিযোগে দোষী সাব্যস্ত হন। সূত্র : এনডিটিভি

মন্তব্য

ভোটদানের বয়স ১৬ বছর করছে যুক্তরাজ্য

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভোটদানের বয়স ১৬ বছর করছে যুক্তরাজ্য

সাধারণ নির্বাচনে ভোটদানের বয়স ১৬ ও ১৭ বছর করার পরিকল্পনা করেছে যুক্তরাজ্যের সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাজ্য বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন ভোটারের বয়স নির্ধারণকারী দেশ হয়ে উঠবে। ক্ষমতাসীন লেবার পার্টি ক্ষমতায় আসার আগেই এই পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল। দেশজুড়ে ভোটারের অংশগ্রহণ কমে যাওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো কার্যকর ও অংশগ্রহণমূলক করতে এটি একটি বড় সংস্কার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।  বিরোধীদের মতে, নতুন-ভোটার তরুণরা সাধারণত মধ্য-বামপন্থী লেবার পার্টির সমর্থক হওয়ায় এটি রাজনৈতিক সুবিধা অর্জনের একটি কৌশল হতে পারে। সূত্র : বিবিসি

মন্তব্য
সংক্ষিপ্ত

পাকিস্তানের পাঞ্জাবে বন্যা ৬০ জনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পাকিস্তানের পাঞ্জাবে বন্যা ৬০ জনের মৃত্যু
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আকস্মিক বন্যায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রদেশটির রাওয়ালপিন্ডিতে গতকাল ডুবে যাওয়া সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলতে দেখা গেছে। ছবি : এএফপি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পানি ও পয়োনিষ্কাশন সংস্থার (ওয়াসা) মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বন্যায় গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত কমপক্ষে ৬০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে সেখানে। আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) সোমবার জানায়, ১৭ জুলাই পর্যন্ত সারা দেশে বজ্রসহ প্রবল বৃষ্টিপাত হবে।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবছরই পাকিস্তানে মৌসুমি বৃষ্টি হয়, যা প্রায়ই প্রাণঘাতী বন্যা, ভূমিধস এবং গৃহচ্যুতি ঘটায়, বিশেষত দুর্বল নিষ্কাশন ব্যবস্থা ও ঘনবসতিপূর্ণ এলাকায়। পাঞ্জাব ওয়াসার মহাপরিচালক তৈয়ব ফারিদ বলেন, রাওয়ালপিণ্ডি, চাকওয়াল ও আশপাশের এলাকায় অতিবৃষ্টির কারণে নদীগুলো প্লাবিত হয়েছে। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।  সূত্র : ডন

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ