ইসরায়েলের ‘উইজমান ইনস্টিটিউট অব সায়েন্স’-এর বিজ্ঞানীরা মা-বাবা (ডিম্বাণু ও শুক্রাণু) ছাড়াই গঠন করেছেন ভ্রূণ। বিজ্ঞান পত্রিকা ‘সেল’-এ প্রকাশিত হয়েছে তাঁদের গবেষণার বিবরণ।
‘অ্যাসিসটেড রিপ্রডাকশন টেকনোলজি’ (এক ধরনের কৃত্রিম প্রজনন) পদ্ধতিতে গঠিত এ ধরনের ভ্রূণ বিশ্বে এ-ই প্রথম। চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে এই ঘটনা যুগান্তকারী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে।