বন্দিদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য খ্যাত মার্কিন কারাগার গুয়ানতানামোতে বিনা অভিযোগে ১৫ বছর আটক থাকার পর মুক্তি মিলেছে আফগান নাগরিক আসাদুল্লাহ হারুনের। গতকাল শনিবার হারুন দেশে ফিরলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ২০০৬ সালে হারুনকে আটক করে গুয়ানতানামো কারাগারে পাঠানো হয়। মধু ব্যবসায়ী হারুনকে প্রায়ই পাকিস্তান ও আফগানিস্তানে যেতে হতো।
বিজ্ঞাপন
গুয়ানতানামোর অন্য বন্দিদের মতো তাঁর বিরুদ্ধেও কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। তাঁকে আটকের পেছনে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ততা এবং হেজব-ই-ইসলামের কমান্ডার হিসেবে কাজ করাকে কারণ হিসেবে দেখাচ্ছিল যুক্তরাষ্ট্র প্রশাসন। তাঁর মুক্তি চেয়ে কয়েকটি মামলা দায়ের করেন হারুনের আইনজীবীরা। এদিকে আফগানিস্তানে ফিরতেই হারুনকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কাতার থেকে একটি ব্যক্তিগত বিমানে তাঁকে নিয়ে আসেন তালেবানের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বিমানবন্দরের বাইরে বড় বড় ব্যানারে টাঙানো ছিল হারুনের ছবি। কাবুল বিমানবন্দরে গণমাধ্যমকে হারুন বলেন, আমার প্রথম প্রশ্ন, ‘কেন আমাকে বন্দি করে রাখা হয়েছিল? আমি আটক থাকায় আমার পরিবার ও আত্মীয়দের ভুগতে হয়েছে। ’ গত শুক্রবার হারুনের মুক্তির খবর পেতেই উদযাপন শুরু করে তাঁর পরিবার। সূত্র : এএফপি