উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকদের আন্তর্জাতিক জোট। গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জড়ো হন ছয় দেশ থেকে আসা বিভিন্ন ইউনিয়ন ও সংস্থার ১৫ সাংবাদিক ও প্রকাশক প্রতিনিধি। এ সময় তাঁরা অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নেওয়ার দাবি জানান। প্রতিনিধিরা সুইস কর্তৃপক্ষকেও এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।
বিজ্ঞাপন