ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭
ইতালিতে গ্রেপ্তার

কাতালান নেতা পুজদেমন মুক্তির অপেক্ষায়

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কাতালান নেতা পুজদেমন মুক্তির অপেক্ষায়

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লেস পুজদেমনকে ইতালিতে আটক করে আদালতে নিলে মুক্তির নির্দেশ দেন সংশ্লিষ্ট বিচারক।

কার্লেস পুজদেমন কাতালোনীয় লোকোৎসবে যোগ দিতে গত বৃহস্পতিবার ভূমধ্যসাগরের দ্বীপ সারদিনিয়ায় যান। সারদিনিয়ার আলঘেরো বিমানবন্দরে নামার সময়ই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। স্পেনের আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে আটক করা হয়।

কাতালোনিয়ার সাবেক এ প্রেসিডেন্টকে গতকাল শুক্রবার স্থানীয় আদালতে হাজির করা হলে বিচারক তাঁর মুক্তির নির্দেশ দেন। তাঁর আইনজীবী অ্যাগোস্টিনাঙ্গেলো মারাস গতকাল জানান, পুজদেমন আজই (শুক্রবার) মুক্তি পেতে পারেন।

মুক্তি পেলেও পুজদেমনকে আপাতত সারদিনিয়াতেই থাকতে হবে। কারণ স্পেন সরকারের পক্ষ থেকে তাঁর প্রত্যাবাসনের আবেদন করা হয়েছে ইতালির সরকারের কাছে।

বিষয়টি বিবেচনাধীন থাকায় পুজদেমন এখন সারদিনিয়া ত্যাগ করতে পারবেন না।

কাতালোনিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ২০১৭ সালে ওই অঞ্চলের স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজন করেন পুজদেমন। স্পেনের আদালত ওই গণভোট বাতিল করে দেন এবং সেটাকে অবৈধ ঘোষণা করেন। সেই সঙ্গে স্পেন সরকার তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনে।

তবে রাষ্ট্রপক্ষের এসব পদক্ষেপ নেওয়ার মধ্যেই তিনি নির্বাসনে চলে যান। এত দিন বেলজিয়ামে বসবাস করে আসছিলেন তিনি। এ অবস্থায় ২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টের সদস্য হন তিনি।

ইইউ পার্লামেন্টের সদস্য হওয়ার কারণে এত দিন পুজদেমনের বিরুদ্ধে পরোয়ানা কার্যকর হতো না। কিন্তু গত মার্চ মাসে ইইউ সুবিধাটি বাতিল করে।

সেই কারণে তাঁকে গ্রেপ্তার হতে হলো। পুজদেমনের গ্রেপ্তারের পর কাতালোনিয়ায় অবস্থিত ইতালির কনস্যুলেটের সামনে গতকাল সকাল থেকে বিক্ষোভ করছে কাতালানরা।

তবে গতকাল আদালতের আদেশের পর নতুন পরিস্থিতির মুখে পড়তে হলো পুজদেমনকে। পুজদেমনকে স্পেনের কাছে হস্তান্তরের বিষয়ে যদি ইতালি কোনো ইতিবাচক মনোভাব দেখায় তাহলে তা তাঁকে নতুন সমস্যার মধ্যে ফেলবে। কারণ মাদ্রিদ প্রশাসনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।

স্পেনের বামপন্থী জোট সরকারের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘কেউ বিচার এড়াতে পারে না।’

কাতালোনিয়ার বর্তমান প্রেসিডেন্ট পেরে আরাগনেস পুজদেমনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। স্বাধীনতাকামী আন্দোলনে জড়িত থাকার দায়ে আরাগনেসকেও অভিযুক্ত করেছিল স্পেন।

স্পেনের সমৃদ্ধ অঞ্চল কাতালোনিয়ার বাসিন্দাদের অনেকে মনে করেন, তাঁরা মাদ্রিদকে যা কর দেন তার থেকে কম সুবিধা পান। সেই কারণে তাঁরা দীর্ঘদিন ধরে পরিপূর্ণ স্বাধীনতার দাবি করে আসছেন। সূত্র : বিবিসি, এএফপি।

মন্তব্য

সম্পর্কিত খবর

সিঙ্গাপুরের বিমানবন্দরে দোকানে চুরির অভিযোগে ভারতীয় গ্রেপ্তার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সিঙ্গাপুরের বিমানবন্দরে দোকানে চুরির অভিযোগে ভারতীয় গ্রেপ্তার

সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি বিমানবন্দরের বিভিন্ন দোকান থেকে সাড়ে তিন লাখ রুপি মূল্যের বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশটির পুলিশ গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি বিমানবন্দরের ১৪টি দোকান থেকে পাঁচ হাজার ১৩৬ সিঙ্গাপুরি ডলার মূল্যের পারফিউম, প্রসাধনী ও ব্যাগের মতো বিভিন্ন সামগ্রী চুরি করেন। চুরির পর তিনি স্বাভাবিকভাবেই বিমানে চেপে দেশ ত্যাগ করেন।

তবে ১ জুন পুনরায় ওই ব্যক্তি সিঙ্গাপুর ফিরলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। একটি দোকান থেকে ব্যাগ হারিয়ে যাওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে কর্তৃপক্ষ চুরির ঘটনা জানতে পারে। সূত্র : এনডিটিভি

মন্তব্য

পুতিন-জেলেনস্কি সরাসরি বৈঠকের শর্ত জানাল মস্কো

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পুতিন-জেলেনস্কি সরাসরি বৈঠকের শর্ত জানাল মস্কো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের শর্ত জানিয়েছে মস্কো। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, শান্তিচুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে বৈঠক হওয়া উচিত নয়। রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার এই রাউন্ড শেষ হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদিনস্কি বলেন, ‘চুক্তি সইয়ের উপযোগী অবস্থা প্রস্তুত না হলে শীর্ষ পর্যায়ের বৈঠক অর্থহীন হবে।

বৈঠকটি যেন কেবল চুক্তি সই করার জন্য নয়, এই অবস্থান আমরা ইউক্রেনীয় প্রতিনিধিদের কাছে স্পষ্ট করে দিয়েছি।’ সূত্র : এএফপি

 

মন্তব্য

তুরস্কে দাবানলে ১০ দমকলকর্মী নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
তুরস্কে দাবানলে ১০ দমকলকর্মী নিহত

তুরস্কে দাবানলের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ১৪ জন। গত বুধবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও বন মন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। তুরস্কের পশ্চিমাঞ্চলে আগুন নেভানোর কাজ করছিল ২৪ জনের একটি দল।

হঠাৎ বাতাসের দিক পরিবর্তনে তাঁদের দিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে আটকা পড়েন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ১০ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন বন বিভাগের কর্মী ও পাঁচজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম বিরগুনের প্রতিবেদন অনুযায়ী, পুরো দলটি দাবানলের মধ্যে আটকা পড়ে ‘জীবন্ত দগ্ধ হয়’। এ ঘটনায় শোক জানিয়েছেন রাজনীতিকরা। সূত্র : আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

কমরেড আজিজুল হকের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কমরেড আজিজুল হকের মৃত্যু
আজিজুল হক

নকশালবাড়ী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও বিশিষ্ট বামপন্থী রাজনীতিবিদ কমরেড আজিজুল হক গত সোমবার মারা গেছেন। কলকাতার বিধাননগরের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ষাটের দশকের উত্তাল সময়ে ভারতের নকশাল আন্দোলনে আজিজুল হক ছিলেন প্রথম সারির নেতাদের একজন। চারু মজুমদার ও মহাদেব মুখার্জির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই ঐতিহাসিক আন্দোলনে, যা ১৯৬০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তীব্রভাবে বিস্তার লাভ করেছিল। সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ