ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭

২০০ আফগান দোভাষী সপরিবারে যুক্তরাষ্ট্রে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
২০০ আফগান দোভাষী সপরিবারে যুক্তরাষ্ট্রে

মার্কিন সেনাদের হয়ে কাজ করা আফগান দোভাষীদের একটি দল সপরিবারে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শুক্রবার প্রথম প্রহরে তাঁরা ওই দেশে পৌঁছেছেন।

গত ১ মে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতে না হতেই বেড়ে যায় তালেবানের দৌরাত্ম্য। আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে মার্কিন সেনাদের জন্য যে আফগানরা দোভাষীর কাজ করেছেন, তাঁদের জীবন হুমকির মুখে পড়ে যায়।

ক্রমাগত তাঁরা হত্যার হুমকি পেতে থাকেন তালেবানের দিক থেকে। গত ১২ মে তালেবানের হাতে এক দোভাষীর শিরশ্ছেদের খবরও পাওয়া যায়।

এ অবস্থায় ওই দোভাষীদের দ্রুত যুক্তরাষ্ট্রে স্থানান্তরের দাবি ওঠে এবং সেই প্রক্রিয়া শুরুও করা হয়। এর অংশ হিসেবে গতকাল ২০০ দোভাষী ও তাঁদের পরিবার যুক্তরাষ্ট্রে পৌঁছান।

তাঁদের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফোর্ট লি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার জন্য সেখানে তাঁদের এক সপ্তাহ রাখা হতে পারে।

আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করার পাশাপাশি প্রাথমিকভাবে আড়াই হাজার আফগানকে সরিয়ে নেওয়ার কাজও শুরু করা হয়। সেই আফগানদের একটি দল গতকাল যুক্তরাষ্ট্র পৌঁছান।

২০০৮ সাল থেকে প্রায় ৭০ হাজার আফগান বিশেষ অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হয়েছেন।

বর্তমানে মার্কিন ভিসার জন্য ২০ হাজারের বেশি আবেদন জমা হয়ে আছে। এসব আবেদনের মধ্যে অর্ধেকের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।

যুক্তরাষ্ট্রে আরো আফগানদের পুনর্বাসিত করার লক্ষ্যে নতুন বিল পাস করেছে মার্কিন কংগ্রেস। গত বৃহস্পতিবার ওই আইন পাস করে কংগ্রেসের উভয় কক্ষ। শিগগির তাতে সই করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তাঁর স্বাক্ষরে বিলটি আইনে পরিণত হবে।

আফগানিস্তানে লড়াই চলাকালে যে আফগানরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছেন, তাঁদের জন্য ভিসার সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে নতুন বিলে। এ ছাড়া ভিসা পাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি শিথিলের বিধানও রাখা হয়েছে। ভিসাপ্রক্রিয়া দ্রুততর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র : এএফপি, টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য

সম্পর্কিত খবর

তুরস্কে আইএস সন্দেহে ১৫৩ জন গ্রেপ্তার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
তুরস্কে আইএস সন্দেহে ১৫৩ জন গ্রেপ্তার

তুরস্কে সন্ত্রাসবিরোধী অভিযানে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ১৫৩ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। গত দুই সপ্তাহে ২৮টি প্রদেশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানের আওতা ছিল ইজমির ও মুগলা (পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চল), হাতায় ও মারদিন (দক্ষিণ-পূর্ব অঞ্চল) এবং সামসুনসহ (উত্তরাঞ্চল, কৃষ্ণ সাগর উপকূল) বিভিন্ন এলাকা।

মন্ত্রীর দাবি, অভিযুক্তরা আইএস-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর অর্থায়নে যুক্ত ছিলেন। আলী ইয়ারলিকায়া আরো বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। তুরস্কের সিরিয়ার সঙ্গে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন সরকারপন্থী বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করে আইএস।
এর পর থেকেই তুরস্কে আইএস-বিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে। সূত্র : এএফপি

মন্তব্য

যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হিড়িক, উদ্বেগ ভারতীয় শিক্ষার্থীদের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের হিড়িক, উদ্বেগ ভারতীয় শিক্ষার্থীদের

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতীয় শিক্ষার্থীদের আগমন উল্লেখযোগ্য হারে কমে গেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ঘিরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান জটিলতার কারণে এই সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন হায়দরাবাদের শিক্ষাবিষয়ক পরামর্শদাতারা। তাদের মতে, গত বছরের তুলনায় এবার বিদেশগামী শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৭০ শতাংশ কমে গেছে। মূলত যুক্তরাষ্ট্রের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট ফ্রিজ থাকা এবং হঠাৎ ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়া এই পরিস্থিতির মূল কারণ।

গত বছর চীনকে পেছনে ফেলে সবচেয়ে বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিল ভারত।  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত ১১ লাখের বেশি ভারতীয় শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা নিচ্ছেন, যার মধ্যে ইউরোপ গন্তব্য হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। সূত্র : এনডিটিভি

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে

ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। দেশটির পাবলিক ব্রডকাস্টার ক্যান, জাচি আদেগাতি বলেন, দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ১০ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। তিনি বলেন, অনেক হয়েছে! সড়কে অনেক প্রবীণ সেনাকে দেখা যায়। তবে চারপাশের আমলাতন্ত্রের কারণে তাদের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো সম্ভব হয় না।

তিনি আরো বলেন, কখনো কখনো ওই সব প্রবীণ যোদ্ধার কাছে ২৪ ঘণ্টা অপেক্ষা করার মতো সময় থাকে না। অনেকে সরকারের কাছ থেকে চিকিৎসাসেবার অপেক্ষায় থাকার পর তা না পেয়ে আত্মহত্যা করে। এ সপ্তাহের শুরুতে টাইমস অব ইসরায়েলের তরফে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছে এক সেনা। এতে সে গুরুতরভাবে আহত হয়।
এ বছরের জানুয়ারিতে ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২৮ সেনা আত্মহত্যা করেছে। সূত্র : আলজাজিরা

 

মন্তব্য

বেদুইনগোষ্ঠীর যোদ্ধারা

শেয়ার
বেদুইনগোষ্ঠীর যোদ্ধারা
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সোয়েইদা প্রদেশের আল-মাজরা গ্রামে গতকাল বেদুইনগোষ্ঠীর যোদ্ধারা জড়ো হয়। এ সময় সেখানকার একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। ১৩ জুলাই থেকে প্রদেশটিতে স্থানীয় বেদুইনগোষ্ঠী ও দ্রুজ সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। ছবি : এএফপি
মন্তব্য

সর্বশেষ সংবাদ