kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

জাপানে ভূমিধসে নিখোঁজ ২০

কালের কণ্ঠ ডেস্ক   

৪ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেজাপানে ভূমিধসে নিখোঁজ ২০

জাপানের আতামি অঞ্চলে গতকাল ভারি বর্ষণজনিত ভূমিধসে ঢেকে যাওয়া সড়ক। ছবি : এএফপি

জাপানে ভূমিধসে এখন পর্যন্ত ২০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার দেশটির রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মধ্যাঞ্চলীয় আতামি শহরে এ ঘটনা ঘটে। ভারি বর্ষণের কারণে জাপানে এ ভূমিধসের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাহাড়ের গা বেয়ে কালো রঙের স্রোত গড়িয়ে পড়ছে। ওই পানির স্রোত আশপাশের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ঘটনায় অনেক ঘরবাড়ি বিধ্বস্ত ও মাটির নিচে দেবে গেছে। স্থানীয় সংবাদ সংস্থা কিয়োডোর প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর জেলা থেকে দুই ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এদিকে ভূমিধসের ঘটনায় আশপাশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় সরকারের কাছে পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতা চেয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভা ডেকেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। এদিকে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটির বিভিন্ন এলাকায় পরবর্তী ৪৮ ঘণ্টা ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। গত বছরের জুলাইয়ে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছিল। সূত্র : বিবিসি।সাতদিনের সেরা