ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭

সু চির বিরুদ্ধে ঘুষের অভিযোগ ‘হাস্যকর’

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সু চির বিরুদ্ধে ঘুষের অভিযোগ ‘হাস্যকর’
ছবি: ইন্টারনেট

অং সান সু চির বিরুদ্ধে মিয়ানমারের জান্তা সরকার ঘুষ নেওয়ার যে অভিযোগ তুলেছে, তা অস্বীকার করেছেন তাঁর আইনজীবীরা। তাঁরা এই অভিযোগকে ‘সবচেয়ে হাস্যকর কৌতুক’ অ্যাখ্যা দিয়েছেন।

এদিকে জান্তা সরকারের বিরুদ্ধে খবর প্রচার করায় পাঁচ সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছেন আদালত। অন্যদিকে নিজ দেশের নাগরিকদের মিয়ানমার ছাড়তে বলেছে ব্রিটিশ সরকার।

জান্তা সরকারের পতন ঘটাতে এবং সু চিসহ শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে এক মাসের বেশি সময় ধরে আন্দোলন চলছে মিয়ানমারের রাজপথে। আন্দোলন দমাতে গুলি ছুড়তেও পিছপা হচ্ছেন না নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জাতিসংঘের হিসাবে, গত এক মাসে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৭০ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় দুই হাজার ব্যক্তিকে।

একাধিক মামলা দেওয়া হয়েছে সু চির বিরুদ্ধে। এর মধ্যে গত বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে ১১ কিলোগ্রাম সোনা ও ছয় লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ তোলে জান্তা সরকার।

এই অভিযোগ প্রসঙ্গে গতকাল শুক্রবার সু চির আইনজীবী কিন মাউং জো বলেন, ‘যেসব অভিযোগ উঠছে, তা একেবারেই ভিত্তিহীন। বিশেষ করে সোনা ও ঘুষ নেওয়ার অভিযোগ একেবারেই হাস্যকর।

আমি এ ধরনের মিথ্যাচার কখনো শুনিনি।’ অবৈধ ওয়াকিটকি কেনার মামলায় আগামী সোমবার আদালতে তোলা হতে পারে সু চিকে। কিন মাউং বলেন, ‘শুনানি থাকার পরও আমাকে সু চির সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না।’

এদিকে সংবাদ প্রচারের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর অভিযোগে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে গতকাল আদালতে অভিযোগ গঠন হয়েছে। তাঁদের একজন বার্তা সংস্থা এপির আলোকচিত্রী থেইন জো।

তাঁর ভাই বলেন, ‘আজ (শুক্রবার) থেইনের শুনানি ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হয়েছে। আমরা মাত্র দুই মিনিটের জন্য তাকে দেখার সুযোগ পেয়েছিলাম।’

অভ্যুত্থানের পর থেকেই গণমাধ্যমকর্মীদের চাপের মধ্যে রাখা হয়েছে। প্রতিনিয়তই গ্রেপ্তার করা হচ্ছে তাঁদের। সর্বশেষ আটক করা হয় পোল্যান্ডের এক সাংবাদিককে। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ওই সাংবাদিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

নিজ দেশের নাগরিকদের মিয়ানমার ছাড়তে বলেছে ব্রিটিশ সরকার। গতকাল যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশদের মিয়ানমার ত্যাগ করার পরামর্শ দেওয়া হলো।’

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালানোর ঘটনায় গত বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো নিন্দা জানায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তাদের মধ্যে চীন ও রাশিয়াও আছে, যাদের মিয়ানমারের মিত্র বিবেচনা করা হয়। গতকাল ক্রেমলিন বলেছে, মিয়ানমারে সাধারণ মানুষের প্রাণহানির বিষয়টি খুবই উদ্বেগজনক। এর আগের দিন চীন জানায়, তারা মিয়ানমারের সংকট সমাধানে শান্তিপূর্ণ সমাধান চায়।

গত নভেম্বরের নির্বাচন নিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সেনাবাহিনীর টানাপড়েন চলছিল। এর মধ্যে ১ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটে। গ্রেপ্তার করা হয় স্টেট কাউন্সেলর সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষস্থানীয় নেতাদের। জারি করা হয় এক বছরের জরুরি অবস্থা। সেনাবাহিনী প্রতিশ্রুতি দিয়েছে, এক বছর পর নতুন নির্বাচন দেওয়া হবে। তবে সাধারণ মানুষ এই প্রতিশ্রুতি বিশ্বাস করছে না। তারা অবিলম্বে গণতন্ত্র পুনর্বহালের দাবিতে রাজপথে বিক্ষোভ অব্যাহত রেখেছে। সূত্র : এএফপি।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের সতর্কতা জারি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের একটি দোকান থেকে চুরির অভিযোগে ভারতীয় নারী আটকের ঘটনায় ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস একটি ভিসাসংক্রান্ত সতর্কতা জারি করেছে। সেই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে হামলা বা চুরির মতো অপরাধে শুধু আইনগত জটিলতাই নয়, বরং ভিসা বাতিল হতে পারে। এ ধরনের অপরাধ ভবিষ্যতের ভিসা পাওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।’ বার্তায় আরো বলা হয়, যুক্তরাষ্ট্র বিদেশিদের কাছ থেকে আইন মেনে চলার প্রত্যাশা করে।

আইন লঙ্ঘন করলে বিদেশি পর্যটকদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। অভিযুক্ত ওই নারী যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়েছিলেন এবং একটি স্টোর থেকে প্রায় এক হাজার ৩০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় দেড় লক্ষাধিক টাকা) মূল্যের পণ্য চুরি করেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

 

মন্তব্য

কানাডায় ২ ভারতীয় শিক্ষার্থীর কারাদণ্ড

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কানাডায় ২ ভারতীয় শিক্ষার্থীর কারাদণ্ড

কানাডার সারেতে এক আদিবাসী ব্যক্তিকে হিট অ্যান্ড রানে হত্যার দায়ে দুই ভারতীয় আন্তর্জাতিক শিক্ষার্থীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই দণ্ড ভোগের পর তাঁদের কানাডা থেকে বিতাড়িত করা হতে পারে। নিহত ব্যক্তি ৪৩ বছর বয়সী একজন ক্রি বংশোদ্ভূত ছিলেন। দুই শিক্ষার্থী হলেন গগনপ্রীত সিং ও জগদীপ সিং।

তাঁরা ২০২২ সালে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ভারত থেকে কানাডায় গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ২৭ জানুয়ারি গগনপ্রীত সিং ও জগদীপ সিং একটি লাল ফোর্ড মাস্টাং গাড়িতে করে এক পথচারীকে ধাক্কা দেন। এরপর তাঁরা তাঁকে ১.৩ কিলোমিটার টেনে নিয়ে যান। ঘটনাস্থলেই ভুক্তভোগীকে মৃত ঘোষণা করা হয়।
গত ফেব্রুয়ারিতে এই দুজন বিপজ্জনকভাবে যান চালানো, দুর্ঘটনার পর না থামা এবং মরদেহের সঙ্গে হস্তক্ষেপের অভিযোগে দোষী সাব্যস্ত হন। সূত্র : এনডিটিভি

মন্তব্য

ভোটদানের বয়স ১৬ বছর করছে যুক্তরাজ্য

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভোটদানের বয়স ১৬ বছর করছে যুক্তরাজ্য

সাধারণ নির্বাচনে ভোটদানের বয়স ১৬ ও ১৭ বছর করার পরিকল্পনা করেছে যুক্তরাজ্যের সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাজ্য বিশ্বের মধ্যে অন্যতম সর্বনিম্ন ভোটারের বয়স নির্ধারণকারী দেশ হয়ে উঠবে। ক্ষমতাসীন লেবার পার্টি ক্ষমতায় আসার আগেই এই পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিল। দেশজুড়ে ভোটারের অংশগ্রহণ কমে যাওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো কার্যকর ও অংশগ্রহণমূলক করতে এটি একটি বড় সংস্কার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।  বিরোধীদের মতে, নতুন-ভোটার তরুণরা সাধারণত মধ্য-বামপন্থী লেবার পার্টির সমর্থক হওয়ায় এটি রাজনৈতিক সুবিধা অর্জনের একটি কৌশল হতে পারে। সূত্র : বিবিসি

মন্তব্য
সংক্ষিপ্ত

পাকিস্তানের পাঞ্জাবে বন্যা ৬০ জনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পাকিস্তানের পাঞ্জাবে বন্যা ৬০ জনের মৃত্যু
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আকস্মিক বন্যায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রদেশটির রাওয়ালপিন্ডিতে গতকাল ডুবে যাওয়া সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন চলতে দেখা গেছে। ছবি : এএফপি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পানি ও পয়োনিষ্কাশন সংস্থার (ওয়াসা) মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বন্যায় গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত কমপক্ষে ৬০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে সেখানে। আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) সোমবার জানায়, ১৭ জুলাই পর্যন্ত সারা দেশে বজ্রসহ প্রবল বৃষ্টিপাত হবে।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবছরই পাকিস্তানে মৌসুমি বৃষ্টি হয়, যা প্রায়ই প্রাণঘাতী বন্যা, ভূমিধস এবং গৃহচ্যুতি ঘটায়, বিশেষত দুর্বল নিষ্কাশন ব্যবস্থা ও ঘনবসতিপূর্ণ এলাকায়। পাঞ্জাব ওয়াসার মহাপরিচালক তৈয়ব ফারিদ বলেন, রাওয়ালপিণ্ডি, চাকওয়াল ও আশপাশের এলাকায় অতিবৃষ্টির কারণে নদীগুলো প্লাবিত হয়েছে। ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।  সূত্র : ডন

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ