kalerkantho

মঙ্গলবার । ১১ কার্তিক ১৪২৭। ২৭ অক্টোবর ২০২০। ৯ রবিউল আউয়াল ১৪৪২

প্রেসিডেনশিয়াল বিতর্ক

ট্রাম্পকে বাগে আনতে নতুন নিয়ম

কালের কণ্ঠ ডেস্ক   

২ অক্টোবর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেট্রাম্পকে বাগে আনতে নতুন নিয়ম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দুই প্রার্থীর প্রথম বিতর্কে তিক্ত অভিজ্ঞতার কারণে অনুষ্ঠানের নিয়ম পাল্টাচ্ছে সংশ্লিষ্ট কমিশন। প্রতিপক্ষের বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পের ফোড়ন কাটা ঠেকাতে প্রয়োজনে মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা রাখতে চায় কর্তৃপক্ষ।

আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে নির্ধারিত তিনটি বিতর্ক অনুষ্ঠানের একটি হয়ে গেছে গত মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায়। ওহাইয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে টানা দেড় ঘণ্টার ওই বির্তক ট্রাম্পের স্বভাবের কারণে অনেকটা ঝগড়ায় রূপ নেয়। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের কথায় বারবার হস্তক্ষেপ করেছেন তিনি। সেই সঙ্গে কটূক্তি আর এলোমেলো মন্তব্য তো ছিলই। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মাঝেমধ্যে বেশ কর্কশ স্বরে দুজনকে থামাতে বাধ্য হন সঞ্চালক ক্রিস ওয়ালেস।

বাকি দুই বিতর্ক অনুষ্ঠানে যেন প্রথমবারের লেশমাত্র না আসে, তা নিশ্চিত করতে বিতর্কে নতুন নিয়ম যোগ করছে প্রেসিডেনশিয়াল বিতর্কবিষয়ক কমিশন (সিপিডি)। প্রথম বিতর্ক-পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন নিয়ম নির্ধারণ করতে কমিশনের ব্যস্ত সময় পার করার কথা জানিয়েছে সিবিএস নিউজ। এক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ‘প্রথম বিতর্কে স্পষ্ট হয়ে গেছে যে বাকি বিতর্কগুলোয় আরো সুশৃঙ্খল আলোচনার জন্য বিদ্যমান কাঠামোর সঙ্গে বাড়তি কিছু যোগ করতে হবে।’

সেই বাড়তি নিয়ম কী হতে পারে, পাওয়া গেছে সেটার আভাসও। দুই প্রেসিডেন্ট প্রার্থীর কেউ প্রতিপক্ষের কথায় অযাচিত হস্তক্ষেপ করলে তৎক্ষণাৎ তাঁর মাইক্রোফোন বন্ধের ব্যবস্থা রাখার নিয়ম সর্বাধিক প্রাধান্য পাচ্ছে। আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে অনুষ্ঠেয় দ্বিতীয় বিতর্কে নতুন নিয়ম কার্যকর হবে। এর আগেই নতুন নিয়মাবলি ট্রাম্প-বাইডেনের নির্বাচনী শিবিরকে জানিয়ে দেওয়া হবে—সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে সিবিএস নিউজ। নতুন নিয়ম যোগ করার বিষয়টি ভালোভাবে নেয়নি ট্রাম্প শিবির। ট্রাম্পের নির্বাচনী প্রচারের যোগাযোগবিষয়ক পরিচালক টিম মুরটফ মনে করেন, গত মঙ্গলবার দুই প্রতিযোগীর মধ্যে ‘অবাধ মতবিনিময়’ হয়েছে। আর তাতে বাইডেন ‘মার খেয়েছেন’ বলেই তাঁর পক্ষ নিয়ে সিপিডি বিতর্কে নতুন নিয়ম যোগ করছে। সূত্র : বিবিসি।

মন্তব্য