kalerkantho

বুধবার । ৫ কার্তিক ১৪২৭। ২১ অক্টোবর ২০২০। ৩ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন নাভালনি

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজার্মানির বার্লিনের হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনি। বিষাক্ত নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগে কোমায় চলে যাওয়ার পর এক মাস ধরে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বার্লিনের শারিটি হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নাভালনির শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তাঁর এখন আর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই। নাভালনি নিজেও হাসপাতালের সিঁড়িতে কারো সাহায্য ছাড়াই দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে রোগা দেখালেও বেশ সুস্থ মনে হচ্ছে। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘চিকিৎসকরা আমাকে সুস্থ করে তুলেছেন।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক নাভালনি গত ২০ আগস্ট রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সাইবেরিয়ার একটি হাসপাতালে এবং পরে বার্লিন নিয়ে যাওয়া হয়। বার্লিনের হাসপাতাল থেকেই প্রথম নাভালনিকে সোভিয়েত আমলের বিষাক্ত রাসায়নিক নোভিচক দেওয়ার কথা জানানো হয়। বলা হয়, তারা পরীক্ষায় নাভালনির দেহে নোভিচকের উপস্থিতি পেয়েছে। সূত্র : রয়টার্স।

মন্তব্যসাতদিনের সেরা