ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ২৩ জুলাই ২০২৫
৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মহররম ১৪৪৭

নতুন সরকার গঠন করবেন আনোয়ার!

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নতুন সরকার গঠন করবেন আনোয়ার!

মালয়েশিয়ার বিরোধীদলীয় প্রধান আনোয়ার ইব্রাহিম দাবি করেছেন, বর্তমান সরকারের পতন ঘটেছে এবং তাঁর নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য পার্লামেন্ট সদস্যদের (এমপি) শক্তিশালী সমর্থন আছে। প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ওই বক্তব্য উপেক্ষা করে বলেছেন, আনোয়ার তাঁর কথার প্রমাণ না দেওয়া পর্যন্ত তিনিই দেশের বৈধ সরকারপ্রধান।

মাহাথির মোহাম্মদ গত ফেব্রুয়ারিতে হঠাৎ করে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার পরের মাসে মুহিউদ্দিনকে ওই পদে নিয়োগ দেন মালয়েশিয়ার রাজা। দেশটির টালমাটাল রাজনীতি তাতে সুস্থির হয়নি।

নেতৃত্ব নিয়ে অব্যাহত দ্বন্দ্বের মধ্যেই গতকাল বুধবার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, ‘শেষ পর্যন্ত আমরা শক্তিশালী যুতসই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি।’ তাঁর দাবি, ‘মুহিউদ্দিনের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটেছে।’ তাঁর প্রতি কতজন এমপির সমর্থন আছে এবং তাঁরা কোন দলের, তা বিস্তারিত জানাননি আনোয়ার। তবে তিনি দাবি করেছেন, আলোচনার জন্য গত মঙ্গলবার রাজার সঙ্গে তাঁর দেখা করার কথা ছিল, যদিও রাজার চিকিৎসার প্রয়োজনে নির্ধারিত ওই কর্মসূচি বাতিল করা হয়েছে।

প্রাসাদ কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, রাজার সঙ্গে আনোয়ারের সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছিল। প্রধানমন্ত্রীকে রাজাই নিয়োগ দেন।

আনোয়ার বেশ দৃঢ়তার সঙ্গে এমপিদের সমর্থনের দাবি করলেও প্রধানমন্ত্রী মুহিউদ্দিনের সমর্থক দলগুলো গতকাল যৌথ সংবাদ সম্মেলনে ওই দাবিকে ‘সস্তা প্রচার’ আখ্যা দেয়। এ ছাড়া প্রধানমন্ত্রী হতে হলে আনোয়ার যেন নির্ধারিত পথ অনুসরণ করেন—এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুহিউদ্দিন এক বিবৃতিতে বলেন, ‘প্রমাণ না পাওয়া পর্যন্ত সরকার বহাল আছে এবং আমি বৈধ প্রধানমন্ত্রী।

রাজনৈতিক টানাপড়েন হটিয়ে মাহাথির ও আনোয়ার ২০১৮ সালে জোট গড়ে ক্ষমতায় এলেও তাঁদের বোঝাপড়া টেকেনি। ফলে আনোয়ারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা থাকলেও সেটা না করেই প্রধানমন্ত্রিত্ব থেকে সরে যান মাহাথির। এরপর রাজার সিদ্ধান্তে মুহিউদ্দিন সরকারপ্রধান হলেও মালয়েশিয়ার রাজনীতিতে অস্থিতিশীলতা কাটেনি।

সূত্র : এএফপি।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফিলিপিন্সে ভয়াবহ বন্যা

শেয়ার
ফিলিপিন্সে ভয়াবহ বন্যা
ফিলিপিন্সে ভয়াবহ বন্যায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত দুজন। বন্যায় দেশটির রাজধানী ম্যানিলায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। গতকাল ম্যানিলার পূর্বাঞ্চলীয় কাইন্টা শহরের একটি এলাকায়। ছবি : এএফপি
মন্তব্য

গির্জায় ইসরায়েলি হামলা ‘হতবাক’ ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গির্জায় ইসরায়েলি হামলা ‘হতবাক’ ট্রাম্প

সিরিয়া ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি গির্জায় সম্প্রতি হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় হতবাক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিকভাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোনও করেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় বোমা হামলা ও গাজার একটি ক্যাথলিক গির্জায় ইসরায়েলের হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতবাক হয়ে পড়েছিলেন।

উভয় ঘটনার পর ট্রাম্প তৎক্ষণাৎ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন বলেও জানান হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। গত সোমবার তিনি সাংবাদিকদের বলেন, সিরিয়ায় বোমা হামলা এবং গাজার ক্যাথলিক গির্জায় হামলার ঘটনায় প্রেসিডেন্ট পুরোপুরি হতবাক হয়ে পড়েছিলেন। সূত্র : আনাদুল অ্যাজেন্সি

 

মন্তব্য

মার্কিন কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মার্কিন কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা

ব্যক্তিগত কারণে চীন সফরে যাওয়া যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তাকে বেইজিং ত্যাগ করতে বাধা দেওয়া হয়েছে। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের ওই কর্মকর্তাকে চীন ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, মার্কিন নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর কোনো অগ্রাধিকার নেই।

আমরা ঘটনাটি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যত দ্রুত সম্ভব বিষয়টির সমাধানের জন্য চীনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি। সূত্র : আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

গাজায় এখনই যুদ্ধ বন্ধের আহবান ২৮ দেশের

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গাজায় এখনই যুদ্ধ বন্ধের আহবান ২৮ দেশের

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহবান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ ২৮টি দেশ। ওই দেশগুলোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত হয়ে একটি বিবৃতিও দিয়েছে। বিবৃতিতে গাজায় মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে তারা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে এবং এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত।

গত সোমবার দেওয়া হয়েছে ওই বিবৃতি। গাজায় প্রায় ২১ মাস ধরে যুদ্ধ চলার পর বিবৃতি এলো। এই যুদ্ধে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির ওপর ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। বিবৃতিতে বলা হয়, গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
যুদ্ধ এখনই বন্ধ হওয়া দরকার। সূত্র : আলজাজিরা

মন্তব্য

সর্বশেষ সংবাদ