আগাম নির্বাচনের প্রস্তাব কিংবা মন্ত্রীর পদত্যাগ—কোনো কিছুই লেবাননের জনগণের ক্ষোভ প্রশমিত করতে পারছে না। নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাস আর রাবার বুলেটও দমাতে পারছে না ক্ষোভের আগুন। গতকাল রবিবার লেবানিজরা তৃতীয় দফা বিক্ষোভের ডাক দেয়। এর মধ্যে অনুষ্ঠিত হয় লেবাননকে সহায়তার লক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল সম্মেলন।
বৈরুতে বিস্ফোরণ
ক্ষোভের আগুন নেভাতে চান ম্যাখোঁ
- লেবানন যেন ডুবে না যায়
কালের কণ্ঠ ডেস্ক

দেশের পরতে পরতে দুর্নীতি, সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব, নিম্নমুখী অর্থনীতি নিয়ে লেবানিজরা আগে থেকেই ক্ষুব্ধ। এর মধ্যে সরকারপক্ষের অবহেলায় গত মঙ্গলবার অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে পুরো রাজধানী বিধ্বস্ত হলে সেই ক্ষোভ নতুন করে উসকে ওঠে। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় বিক্ষোভ। মাঝখানে এক দিনের বিরতি দিয়ে গত শনিবার রাস্তায় নেমে আসে জনতা।
স্থানীয় রেড ক্রস জানায়, বিক্ষোভস্থলে ১১৭ জন আহত ব্যক্তিকে প্রাথমিক সেবা দিয়েছে সংস্থাটি। আরো ৫৫ জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। এ ছাড়া জনতার ধাওয়া খেয়ে এক পুলিশ কর্মকর্তা পালাতে গিয়ে এক হোটেলে লিফটের নিচের গর্তে পড়ে মারা গেছেন।
গত শনিবার প্রধানমন্ত্রী হাসান দিয়াব আগাম নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানের প্রস্তাব তোলেন।
সরকারপক্ষের কেউ কেউ মাথা নোয়ালেও তাতে জনতার ক্ষোভের আগুন স্তিমিত হয়নি। গতকাল তারা আবার বিক্ষোভের ডাক দেয়। ‘ফাঁসির মঞ্চ প্রস্তুত কর, কারণ আমাদের ক্ষোভ এক দিনে শেষ হয়ে যায়নি’—এমন বার্তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গত মঙ্গলবারের বিস্ফোরণে ১৫৮ জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা প্রায় ছয় হাজার, এখনো নিখোঁজ ৬০ জন। ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে জীবিত উদ্ধারের আশায় চলছে উদ্ধার তৎপরতা। অ্যামোনিয়াম নাইট্রেট যেখানে বিস্ফোরিত হয়েছে, সেখানে সৃষ্টি হয়েছে ১৪১ ফুট গভীর গর্ত, চওড়ায় যেটা প্রায় ৪০০ ফুট।
লেবাননে সহায়তার বহর যেন পর্যাপ্ত হয়, তা নিশ্চিত করতে গতকাল ফ্রান্স ও জাতিসংঘের আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্বনেতাদের ভার্চুয়াল সম্মেলন। লেবাননের স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হয় ওই সম্মেলন। চীন, রাশিয়া, মিসর, জর্দান, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা এতে যোগ দেন।
সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ লেবাননের জনতার ক্ষোভ প্রশমনে সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশটা যেন ডুবে না যায়, সে জন্য পদক্ষেপ গ্রহণের দায়িত্ব কর্তৃপক্ষের। বৈরুতের রাস্তায় লেবানিজরা এই মুহূর্তে যে আকাঙ্ক্ষা প্রকাশ করছে, বৈধভাবে সেটার উত্তর দেওয়ার দায়িত্বও সরকারের।’ তিনি আরো বলেন, ‘সহিংসতা কিংবা অস্থিরতা যেন জোরালো হয়ে না ওঠে, সেটা নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে।’ সূত্র : এএফপি, বিবিসি।
সম্পর্কিত খবর

কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড : সেই নারী কর্মকর্তার পদত্যাগ
কালের কণ্ঠ ডেস্ক

কোল্ডপ্লে কনসার্টে ‘কিস ক্যাম’-এ ধরা পড়া ঘটনায় টেক প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অ্যাস্ট্রোনোমারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে ভাইরাল হওয়া ভিডিও কেলেঙ্কারির পরপরই পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।

রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু
কালের কণ্ঠ ডেস্ক

ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়াড়ে জেলার একটি সরকারি স্কুলের ছাদ ধসে চার শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ঝালাওয়াড় পুলিশ সুপার অমিত কুমার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘এই দুর্ঘটনায় চার শিশু মারা গেছে।

সংক্ষিপ্ত
দীর্ঘ ৪০ বছর পর মুক্তি পেলেন ইব্রাহিম আবদুল্লাহ
কালের কণ্ঠ ডেস্ক

ফ্রান্সের কারাগারে ৪০ বছরেরও বেশি সময় বন্দি থাকার পর গতকাল শুক্রবার মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থী লেবানিজ কর্মী জর্জেস ইব্রাহিম আবদুল্লাহ। দুই কূটনীতিককে হত্যার অভিযোগে কারাভোগের পর তাঁকে লেবাননে পাঠানো হয়েছে। মুক্তি পাওয়ার পর আবদুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেছেন। তাঁকে লেবাননের হেফাজতে স্থানান্তর করা হয়েছে।

স্টিভ জবসের মেয়ের রাজকীয় বিয়ে
কালের কণ্ঠ ডেস্ক

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস আজ শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে ৬৭ লাখ মার্কিন ডলার।
২৭ বছর বয়সী ইভ বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান হ্যারি চার্লসকে। ২০২২ সালে শুরু হয় তাঁদের প্রেম।
১৯৯৮ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো অল্টোতে জন্মগ্রহণ করেন স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ। এরিন ও রিড নামে তাঁর দুই বড় ভাই-বোন আছেন। লিসা নামে তাঁর এক সেবানও রয়েছেন।