করোনাভাইরাস মহামারি মোকাবেলার জন্য ফের ডাক্তারি শুরু করছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাডকার। গত রবিবার দেওয়া এক বিবৃতিতে দেশটির সরকারের এক মুখপাত্র এ কথা জানান। ওই মুখপাত্র জানান, সেবা দেওয়ার সুযোগ রয়েছে, এমন এলাকায় সপ্তাহে এক দিন চিকিত্সাসেবা দিতে চান প্রধানমন্ত্রী ভারাডকার। তিনি ফোনে রোগীদের পরামর্শ দেবেন।
ডাক্তারিতে ফিরেছেন আইরিশ প্রধানমন্ত্রী
কালের কণ্ঠ ডেস্ক

সূত্র : এএফপি।
সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে আগুনে নিহত ৯
কালের কণ্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে নার্সিং হোমে আগুন লেগে ৯ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। গত রবিবার স্থানীয় সময় রাতে ফল রিভার শহরের গ্যাব্রিয়েল হাউসে আগুন লেগে হতাহতের দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ওই নার্সিংহোমে ৭০ জন বাসিন্দা ছিল। আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীও আহত হয়েছেন।

পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
কালের কণ্ঠ ডেস্ক

১৮ দিনের মহাকাশ অভিযান সেরে পৃথিবীতে ফিরেছেন অ্যাক্সিয়াম-৪ মিশনের চার নভোচারী। গতকাল মঙ্গলবার ভারতীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জলভাগে মিশনের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় বিমানবাহিনীর শুভাংশু শুক্লা এবং তাঁর তিন মিশন সঙ্গী নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভস উজানানস্কি-ভিসনেভস্কি ও হাঙ্গেরির তিবোর কাপু সফলভাবে অবতরণ করেন। এই অবতরণের সময় লখনউতে জায়ান্ট স্ক্রিনে নজর রাখছিলেন মহাকাশচারী শুভাংশুর মা ও বাবা। স্পেসএক্সের ক্যাপসুল সফলভাবে প্রশান্ত মহাসাগরে অবতরণের পর তাঁরা কেক কেটে ছেলের এই মহাকাশ জয়ের সাফল্য উদযাপন করেন।

সংক্ষিপ্ত
ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত
কালের কণ্ঠ ডেস্ক

ইয়েমেনের এক নাগরিককে হত্যার দায়ে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে বলে একটি সূত্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। ওই প্রতিবেদনে বলা হয়, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর হওয়ার কথা ছিল। ভারত সরকার গত সোমবার দাবি করে যে তারা এই মৃত্যুদণ্ড ঠেকাতে তার ‘সীমার মধ্যে’ সব কিছু করেছে।

ট্যাংক বিস্ফোরণে গাজায় ৩ ইসরায়েলি সেনা নিহত
কালের কণ্ঠ ডেস্ক

উত্তর গাজায় সামরিক অভিযানের সময় ট্যাংক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন একই ব্রিগেডের আরেক কর্মকর্তা। নিহত তিনজন হলেন ২১ বছর বয়সী স্টাফ-সার্জেন্ট শোহার মেনাহেম (মোশাভ ইয়ার্দেনা), ২০ বছর বয়সী সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (এফরাত) ও ১৯ বছর বয়সী সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (রিশন ল্যাজিওন)। তাঁরা সবাই আইডিএফের সাঁজোয়া কোরের ৪০১তম ব্রিগেডে কর্মরত ছিলেন।
গাজার জাবালিয়া এলাকায় স্থানীয় হামাস ইউনিটকে নির্মূল এবং অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে সেনা অভিযান চলছিল। ওই ট্যাংকের ভেতর হঠাৎ বিস্ফোরণ ঘটে। আইডিএফ জানায়, এটি সম্ভবত একটি অপারেশনাল (কার্যক্রমসংক্রান্ত) দুর্ঘটনা, যেখানে ট্যাংকের ভেতরেই একটি শেল (গোলা) বিস্ফোরিত হয়। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯৩ জনে।