বাণিজ্য নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের আগের রেষারেষি আর খাটছে না। করোনাভাইরাস মহামারি পাশার দান অনেকটাই উল্টে দিয়েছে। ফরে আপাতত দ্বন্দ্ব একপাশে সরিয়ে চীনের ওপরই নির্ভর করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। মাস্ক, পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্টসহ (পিপিই) বেশ কিছু সুরক্ষা পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য তাদের চীনের দ্বারস্থ হতে হচ্ছে।
রাজনীতি সরিয়ে রেখে চীনই ভরসা যুক্তরাষ্ট্রের
কালের কণ্ঠ ডেস্ক

আমেরিকার বাজারে চীনের মাস্কের সরবরাহ রয়েছে আগে থেকেই। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার আগে যুক্তরাষ্ট্র যত মাস্ক আমদানি করেছে, সেগুলোর অর্ধেকই গেছে চীন থেকে। করোনাভাইরাসের কারণে মাস্কের চাহিদা তুঙ্গে ওঠায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলো মাস্কের উৎপাদন বাড়িয়ে দিয়েছে বটে, তবে তা চাহিদার তুলনায় কিছুই নয়।
এই যেমন মার্কিন কম্পানি থ্রিএম ও হানিওয়েল মাসে সাত কোটি মাস্ক উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
করোনাভাইরাসবিরোধী সুরক্ষা উপকরণের সরবরাহের ব্যাপারে পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের জ্যেষ্ঠ কর্মকর্তা শ্যাড বাউন বলেন, ‘যুক্তরাষ্ট্রে, সেই সঙ্গে বিশ্বব্যাপী চরম চাহিদার পরিপ্রেক্ষিতে এসব পণ্যের বিপুল সরবরাহের উৎস হচ্ছে চীন।
চীনে করোনাভাইরাসরোধী সুরক্ষা উপকরণ উৎপাদনের পরিস্থিতি সম্পর্কে বাউন জানান, এ বছর প্রথম দুই মাসে আগের তুলনায় চীনের পিপিই রপ্তানি কিছুটা কমেছে। তবে চীনের মোট রপ্তানির তুলনায় সেটা ধর্তব্যের মধ্যে পড়ে না। সর্বশেষ হিসাব বলছে, যুক্তরাষ্ট্রের আমদানি করা মোট পিপিইর ৪৮ শতাংশ এসেছে চীন থেকে। আর ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) হারটা আরো বেশি।
নির্ভরতা সত্ত্বেও চীনের সঙ্গে শত্রুতা বজায় রেখে যুক্তরাষ্ট্র নিজেরই ক্ষতি করছে, এমন ইঙ্গিত দিয়ে বাউন বলেন, ‘নির্দিষ্ট কিছু পণ্যের জন্য আপনি কোনো একটা দেশের ওপর নির্ভরশীল। সেই দেশের বিরুদ্ধে আপনি উদ্দেশ্যমূলকভাবে শত্রুতা করে তাদের সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু করলে আপনি আদতে নিজের সঙ্গেই শত্রুতা করবেন।’ বলা দরকার, শুধু মাস্ক বা পিপিই নয়, ওষুধ তৈরিতে প্রয়োজনীয় অনেক মৌলিক উপাদানের জন্য চীনের ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে ভারতের ওপরও মার্কিন নির্ভরতা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় ওষধি উপকরণের ৮০ শতাংশ আসে এ দুটি দেশ থেকে। ভারতের সঙ্গে বনিবনা রাখলেও ক্ষমতাসীন হওয়ার পর থেকেই চীনের বিরুদ্ধে উঠেপড়ে লেগে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের শত্রুতা সত্ত্বেও বর্তমান পরিস্থিতির সুযোগ নেওয়া চীনের জন্য উচিত হবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরিষদ ও সেটন হল ইউনিভার্সিটির বিশ্ব স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ ইয়ানঝং হুয়াং। তিনি বলেন, ‘হাতিয়ারটা এখন চীনের কাছে। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে রাস্তাটা একমুখী নয়। যুক্তরাষ্ট্রের কাছেও হাতিয়ার আছে। নিজস্ব হাতিয়ার ব্যবহার করা কোনো দেশের জন্য বিজ্ঞোচিত নয় বলেই আমি মনে করি।’ সূত্র : এএফপি।
সম্পর্কিত খবর

কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড : সেই নারী কর্মকর্তার পদত্যাগ
কালের কণ্ঠ ডেস্ক

কোল্ডপ্লে কনসার্টে ‘কিস ক্যাম’-এ ধরা পড়া ঘটনায় টেক প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অ্যাস্ট্রোনোমারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে ভাইরাল হওয়া ভিডিও কেলেঙ্কারির পরপরই পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।

রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু
কালের কণ্ঠ ডেস্ক

ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়াড়ে জেলার একটি সরকারি স্কুলের ছাদ ধসে চার শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ঝালাওয়াড় পুলিশ সুপার অমিত কুমার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘এই দুর্ঘটনায় চার শিশু মারা গেছে।

সংক্ষিপ্ত
দীর্ঘ ৪০ বছর পর মুক্তি পেলেন ইব্রাহিম আবদুল্লাহ
কালের কণ্ঠ ডেস্ক

ফ্রান্সের কারাগারে ৪০ বছরেরও বেশি সময় বন্দি থাকার পর গতকাল শুক্রবার মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থী লেবানিজ কর্মী জর্জেস ইব্রাহিম আবদুল্লাহ। দুই কূটনীতিককে হত্যার অভিযোগে কারাভোগের পর তাঁকে লেবাননে পাঠানো হয়েছে। মুক্তি পাওয়ার পর আবদুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেছেন। তাঁকে লেবাননের হেফাজতে স্থানান্তর করা হয়েছে।

স্টিভ জবসের মেয়ের রাজকীয় বিয়ে
কালের কণ্ঠ ডেস্ক

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস আজ শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে ৬৭ লাখ মার্কিন ডলার।
২৭ বছর বয়সী ইভ বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান হ্যারি চার্লসকে। ২০২২ সালে শুরু হয় তাঁদের প্রেম।
১৯৯৮ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো অল্টোতে জন্মগ্রহণ করেন স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ। এরিন ও রিড নামে তাঁর দুই বড় ভাই-বোন আছেন। লিসা নামে তাঁর এক সেবানও রয়েছেন।