ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭
মহামারির জেরে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কা

উন্নয়নশীল দেশের ঋণ মওকুফের আহ্বান ডাব্লিউএইচওর

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
উন্নয়নশীল দেশের ঋণ মওকুফের আহ্বান ডাব্লিউএইচওর
তেদ্রোস আদহানোম

করোনাভাইরাস মহামারির জেরে বিশ্বজুড়েই মন্দার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। উন্নয়নশীল দেশগুলো যেন সেটা সামাল দিতে পারে এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করতে পারে, সে জন্য তাদের ঋণ মওকুফ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আদহানোম। পাশাপাশি বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলও একই আহ্বান জানিয়েছে।

বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ডাব্লিউএইচওর হয়ে গত বুধবারের প্রেস ব্রিফিংয়ে ওই আহ্বান জানান আদহানোম।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ৫০ হাজারের ওপরে। তেদ্রোস বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের হার গত পাঁচ সপ্তাহে গুণিতক হারে বেড়েছে।

আফ্রিকা, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় ভাইরাসটির প্রকোপের খবর তেমন পাওয়া যায়নি বটে, তবে এসব অঞ্চলে মহামারির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব মারাত্মক হবে বলে ত্রেদ্রোসের আশঙ্কা।

ঝুঁকিপূর্ণ দেশগুলোয় করোনাভাইরাস শনাক্তকরণ, আক্রান্তদের আইসোলেশনে রেখে যথাযথ চিকিৎসা নিশ্চিতকরণ, আক্রান্তদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিতকরণে এসব দেশকে সংগঠিত করে তোলার ওপর বাড়তি গুরুত্ব দেন তেদ্রোস।

সীমিত সম্পদ নিয়েই অনেক দেশ এসব পদক্ষেপ কার্যকরের চেষ্টা চালিয়ে যাওয়ায় তাদের প্রশংসা করেন তিনি।

এ ছাড়া মহামারির রাশ টানতে অনেক দেশে জনগণের চলাচল সীমিত করা এবং তাদের ঘরে থাকার ওপর জোর দেওয়ার কথা উল্লেখ করে তেদ্রোস বলেন, ‘এসব পদক্ষেপ ভাইরাসের সংক্রমণ হ্রাসে সহায়তা করবে, তবে তাতে সবচেয়ে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর অনাকাঙ্ক্ষিত বিপর্যয় নেমে আসতে পারে।’

বিপর্যয় ঠেকাতে সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতি তেদ্রোস আহ্বান জানান, তারা যেন সংকটকালে ঝুঁকিপূর্ণ জনগণের জন্য খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের জোগান নিশ্চিত করতে জনকল্যাণমূলক পদক্ষেপ নেয়। উদাহরণ হিসেবে তিনি ভারতের কথা উল্লেখ করেন।

সেখানে মহামারি ঠেকাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর ৮০ কোটি সদস্যের জন্য বিনা মূল্যে খাদ্য সরবরাহ করা, ২০ কোটি ৪০ লাখ দরিদ্র নারীকে অর্থ সহায়তা দেওয়া, আট কোটি বাড়িতে বিনা মূল্যে গ্যাস সরবরাহ করাসহ দুই হাজার ৪০০ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আগামী তিন মাসের জন্য এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

এমন অনেক উন্নয়নশীল দেশ আছে, যারা ভারতের মতো জনকল্যাণমূলক পদক্ষেপ নিতে গিয়ে হিমশিম খাবে। তারা যেন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বিপাকে না পড়ে এবং অর্থনৈতিক ধস ঠেকাতে পারে, সে জন্য এসব দেশের ঋণ মওকুফ করার প্রস্তাব দিয়েছেন ডাব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস।

সূত্র : ডাব্লিউএইচওডটআইএনটি।

মন্তব্য

সম্পর্কিত খবর

কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড : সেই নারী কর্মকর্তার পদত্যাগ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড : সেই নারী কর্মকর্তার পদত্যাগ

কোল্ডপ্লে কনসার্টে কিস ক্যাম-এ ধরা পড়া ঘটনায় টেক প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অ্যাস্ট্রোনোমারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে ভাইরাল হওয়া ভিডিও কেলেঙ্কারির পরপরই পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।

গত ১৬ জুলাই ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে কনসার্টে কিস ক্যাম-এর পর্দায় ধরা পড়েন অ্যান্ডি ও ক্রিস্টিন। হঠাৎ স্ক্রিনে নিজেদের দেখে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়েন। ক্রিস্টিন মুখ ঢেকে পেছনে সরে যান, আর অ্যান্ডি নিচে ঝুঁকে লুকাতে চেষ্টা করেন। সূত্র : বিবিসি

মন্তব্য

রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু

ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়াড়ে জেলার একটি সরকারি স্কুলের ছাদ ধসে চার শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ঝালাওয়াড় পুলিশ সুপার অমিত কুমার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, এই দুর্ঘটনায় চার শিশু মারা গেছে।

অপর ১৭ জন আহত হয়েছে। ১০ শিশুকে ঝালাওয়াড় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, শিক্ষক ও গ্রামবাসীর সহায়তায় ধ্বংসস্তূপ থেকে শিশুদের উদ্ধার করা হয়।
তারপর কাছের একটি কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। সূত্র : দ্য হিন্দু

মন্তব্য
সংক্ষিপ্ত

দীর্ঘ ৪০ বছর পর মুক্তি পেলেন ইব্রাহিম আবদুল্লাহ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
দীর্ঘ ৪০ বছর পর মুক্তি পেলেন ইব্রাহিম আবদুল্লাহ
জর্জেস ইব্রাহিম আবদুল্লাহ

ফ্রান্সের কারাগারে ৪০ বছরেরও বেশি সময় বন্দি থাকার পর গতকাল শুক্রবার মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থী লেবানিজ কর্মী জর্জেস ইব্রাহিম আবদুল্লাহ। দুই কূটনীতিককে হত্যার অভিযোগে কারাভোগের পর তাঁকে লেবাননে পাঠানো হয়েছে। মুক্তি পাওয়ার পর আবদুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেছেন। তাঁকে লেবাননের হেফাজতে স্থানান্তর করা হয়েছে।

এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, তাঁরা দেখছেন, স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে ছয়টি গাড়ির একটি বহর ল্যানেমেজান কারাগার থেকে বেরিয়ে আসে। যদিও ৭৪ বছর বয়সী ধূসর-দাড়িওয়ালা আবদুল্লাহকে এক ঝলকও দেখা যায়নি। প্যারিসে মার্কিন সামরিক অ্যাটাশে চার্লস রবার্ট রে ও ইসরায়েলি কূটনীতিক ইয়াকভ বারসিমানটভ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবদুল্লাহকে ১৯৮৪ সালে আটক করা হয়। সূত্র : এএফপি

 

মন্তব্য

স্টিভ জবসের মেয়ের রাজকীয় বিয়ে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
স্টিভ জবসের মেয়ের রাজকীয় বিয়ে
ইভ জবস

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস আজ শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে ৬৭ লাখ মার্কিন ডলার।

২৭ বছর বয়সী ইভ বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান হ্যারি চার্লসকে। ২০২২ সালে শুরু হয় তাঁদের প্রেম।

২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের বাগদান সম্পন্ন হয়। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের আইনশাম হলে অবস্থিত অভিজাত এস্টেল ম্যানর হোটেলে বিয়ের অনুষ্ঠানটি হবে। অতিথিদের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই তালিকায় আছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরাও।
রাজকীয় এই বিয়েতে সংগীত পরিবেশন করবেন স্যার এলটন জন।

১৯৯৮ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো অল্টোতে জন্মগ্রহণ করেন স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ। এরিন ও রিড নামে তাঁর দুই বড় ভাই-বোন আছেন। লিসা নামে তাঁর এক সেবানও রয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন ইভ। মডেল হিসেবে ফ্যাশনজগতে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি ডিএনএ মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ। সূত্র : ডেইলি মেইল, দি ইকোনমিক টাইমস

মন্তব্য

সর্বশেষ সংবাদ