বিশ্বজুড়ে করোনার দাপটে হাহাকার চলছে হ্যান্ড স্যানিটাইজারের জন্য। এই সময় যদি অরক্ষিত অবস্থায় একটা বড় বোতল পড়ে থাকে কোথাও, তবে তার যা পরিণতি হওয়ার তা-ই হলো। অবলীলায় তা ঢুকে গেল এক ব্যক্তির পকেটে।
পাকিস্তানের এক সাংবাদিক নায়লা ইনায়ত গত সোমবার একটি ভিডিও পোস্ট করেন।