ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২, ৩০ মহররম ১৪৪৭

মানসিক চাপ এড়াতেই মনিকার সঙ্গে সম্পর্ক : ক্লিনটন

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
মানসিক চাপ এড়াতেই মনিকার সঙ্গে সম্পর্ক : ক্লিনটন

কাজের চাপ, উদ্বেগ কাটাতেই হোয়াইট হাউস ইন্টার্ন মনিকা লিউয়েনস্কির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। কী পরিস্থিতিতে তিনি এই সম্পর্কে জড়িয়ে পড়েন, তা-ও নাকি পরে স্ত্রীকে খোলাখুলি জানিয়েছিলেন। এমনটাই জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ‘হুলু’কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

দুই দফায় ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। তিনি ছিলেন ৪২তম মার্কিন প্রেসিডেন্ট। ১৯৯৮ সালে ক্লিনটনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন মনিকা লিউয়েনস্কি। এর পরই ক্লিনটনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়।

যদিও মার্কিন সিনেট তাঁকে অভিযোগ থেকে মুক্তি দেয় এবং প্রেসিডেন্ট পদেই বহাল থাকেন ক্লিনটন। কিন্তু লিউয়েনস্কির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিশ্বজুড়েই আলোড়ন তৈরি হয়। সে সময় কিভাবে সামলেছিলেন নিজের সংসার সে কথাই জানিয়েছেন ক্লিনটন।

‘হিলারি’—নামের এই সিরিজে সাবেক প্রেসিডেন্ট বলেন, ‘প্রত্যেকের জীবনেই চাপ, হতাশা, ভয় আতঙ্ক থাকে, আমার জীবনেও ছিল।

তবে সেই চাপ, উদ্বেগ কাটাতে আমি যা করেছিলাম তা মোটিই ঠিক ছিল না, এটা একটা বোকা বোকা কাজ ছিল। এটা কোনো সাফাই নয়, ব্যাখ্যা।’

১৯৯৮ সালে মনিকার সঙ্গে ক্লিন্টনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তাঁদের মধ্যে ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সম্পর্ক ছিল। ঘটনা প্রকাশ্যে আসার পরেও বারবার তিনি স্ত্রী হিলারি ক্লিনটনকে মিথ্যা বলেন বলে জানিয়েছেন ক্লিনটন।

কিন্তু একদিন গোটা ঘটনা স্ত্রীর কাছে স্বীকার করেন। কেমন ছিল স্ত্রীর কাছে তাঁর সেই স্বীকারোক্তি, তাও জানিয়েছেন। ক্লিনটন জানিয়েছেন, একদিন রাতে তিনি বিছানায় স্ত্রীর পাশে বসেন, কথা বলেন। মনিকার সঙ্গে কবে, কোথায়, কী কী ঘটেছিল, সবই সত্যি বলেন। স্ত্রীকে গোটা ঘটনা বলার সময় তাঁর মানসিক অবস্থা কেমন হয়েছিল, তাও বলেন। হিলারি ক্লিনটন পরে জানান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তাঁর স্বামী তাঁকে দিনের পর দিন মিথ্যা কথা বলে গিয়েছেন।

ক্লিনটন জানিয়েছেন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে তাঁরা কাউন্সেলিং করান। ক্লিনটন আরো বলেন, তিনি যখন দেখেন মনিকা লিউয়েনস্কি গোটা বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করছেন, তখন খুব খারাপ লেগেছিল তাঁর। কিন্তু এ-ও দেখছেন, ওই সময়ে মনিকা কিভাবে নিজে স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার লড়াই করছিলেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা, ডেইলি মেইল।

মন্তব্য

সম্পর্কিত খবর

কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড : সেই নারী কর্মকর্তার পদত্যাগ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কোল্ডপ্লে কনসার্ট কাণ্ড : সেই নারী কর্মকর্তার পদত্যাগ

কোল্ডপ্লে কনসার্টে কিস ক্যাম-এ ধরা পড়া ঘটনায় টেক প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, অ্যাস্ট্রোনোমারের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে ভাইরাল হওয়া ভিডিও কেলেঙ্কারির পরপরই পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।

গত ১৬ জুলাই ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে কনসার্টে কিস ক্যাম-এর পর্দায় ধরা পড়েন অ্যান্ডি ও ক্রিস্টিন। হঠাৎ স্ক্রিনে নিজেদের দেখে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়েন। ক্রিস্টিন মুখ ঢেকে পেছনে সরে যান, আর অ্যান্ডি নিচে ঝুঁকে লুকাতে চেষ্টা করেন। সূত্র : বিবিসি

মন্তব্য

রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
রাজস্থানে স্কুলের ছাদ ধসে ৪ শিশুর মৃত্যু

ভারতের রাজস্থান রাজ্যের ঝালাওয়াড়ে জেলার একটি সরকারি স্কুলের ছাদ ধসে চার শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ঝালাওয়াড় পুলিশ সুপার অমিত কুমার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, এই দুর্ঘটনায় চার শিশু মারা গেছে।

অপর ১৭ জন আহত হয়েছে। ১০ শিশুকে ঝালাওয়াড় হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, শিক্ষক ও গ্রামবাসীর সহায়তায় ধ্বংসস্তূপ থেকে শিশুদের উদ্ধার করা হয়।
তারপর কাছের একটি কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। সূত্র : দ্য হিন্দু

মন্তব্য
সংক্ষিপ্ত

দীর্ঘ ৪০ বছর পর মুক্তি পেলেন ইব্রাহিম আবদুল্লাহ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
দীর্ঘ ৪০ বছর পর মুক্তি পেলেন ইব্রাহিম আবদুল্লাহ
জর্জেস ইব্রাহিম আবদুল্লাহ

ফ্রান্সের কারাগারে ৪০ বছরেরও বেশি সময় বন্দি থাকার পর গতকাল শুক্রবার মুক্তি পেয়েছেন ফিলিস্তিনপন্থী লেবানিজ কর্মী জর্জেস ইব্রাহিম আবদুল্লাহ। দুই কূটনীতিককে হত্যার অভিযোগে কারাভোগের পর তাঁকে লেবাননে পাঠানো হয়েছে। মুক্তি পাওয়ার পর আবদুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতে পৌঁছেছেন। তাঁকে লেবাননের হেফাজতে স্থানান্তর করা হয়েছে।

এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, তাঁরা দেখছেন, স্থানীয় সময় ভোর ৩টা ৪০ মিনিটে ছয়টি গাড়ির একটি বহর ল্যানেমেজান কারাগার থেকে বেরিয়ে আসে। যদিও ৭৪ বছর বয়সী ধূসর-দাড়িওয়ালা আবদুল্লাহকে এক ঝলকও দেখা যায়নি। প্যারিসে মার্কিন সামরিক অ্যাটাশে চার্লস রবার্ট রে ও ইসরায়েলি কূটনীতিক ইয়াকভ বারসিমানটভ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবদুল্লাহকে ১৯৮৪ সালে আটক করা হয়। সূত্র : এএফপি

 

মন্তব্য

স্টিভ জবসের মেয়ের রাজকীয় বিয়ে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
স্টিভ জবসের মেয়ের রাজকীয় বিয়ে
ইভ জবস

অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস আজ শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে ৬৭ লাখ মার্কিন ডলার।

২৭ বছর বয়সী ইভ বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান হ্যারি চার্লসকে। ২০২২ সালে শুরু হয় তাঁদের প্রেম।

২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের বাগদান সম্পন্ন হয়। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের আইনশাম হলে অবস্থিত অভিজাত এস্টেল ম্যানর হোটেলে বিয়ের অনুষ্ঠানটি হবে। অতিথিদের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই তালিকায় আছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরাও।
রাজকীয় এই বিয়েতে সংগীত পরিবেশন করবেন স্যার এলটন জন।

১৯৯৮ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো অল্টোতে জন্মগ্রহণ করেন স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ। এরিন ও রিড নামে তাঁর দুই বড় ভাই-বোন আছেন। লিসা নামে তাঁর এক সেবানও রয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন ইভ। মডেল হিসেবে ফ্যাশনজগতে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি ডিএনএ মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ। সূত্র : ডেইলি মেইল, দি ইকোনমিক টাইমস

মন্তব্য

সর্বশেষ সংবাদ