যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় শীর্ষ কমান্ডার সোলায়মানি হত্যার ঘটনার রেশ না কাটতেই এবার ইরানে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন কট্টরপন্থী বাজিস মিলিশিয়ার কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামি।
বাজিস মিলিশিয়া ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডের অধীন একটি আধাসামরিক শাখা এবং বাজিস কমান্ডার মোজাদ্দামি ছিলেন কাসেম সোলায়মানির মিত্র ও ঘনিষ্ঠ সহযোগী। গত বুধবার ইরনা জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের দারখোভিন শহরে গত মঙ্গলবার নিজ বাড়ির সামনে মাথায় গুলি করে মোজাদ্দামিকে হত্যা করে মোটরসাইকেলে করে আসা দুই বন্দুকধারী। হামলার দায় কেউ স্বীকার করেনি।