যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের দাবি, অব্যাহত নিষেধাজ্ঞার মধ্যেই ক্ষেপণাস্ত্র তৈরি ও মজুদ করেছে ইরান। শুধু তা-ই নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদ সবচেয়ে বেশি। গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে পেন্টাগন ইরানের ব্যাপারে এসব দাবি করে।
মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর জানায়, ইরানে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র কার্যক্রম চলছে।