হংকংয়ের মানবাধিকার এবং গণতান্ত্রিক আন্দোলনের সমর্থনে গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট সর্বসম্মতিক্রমে ‘হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ নামের একটি বিল অনুমোদন করেছে। হংকংয়ের বিশেষ অর্থনৈতিক মর্যাদা প্রত্যাহারের হুমকিও দিয়েছে তারা। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। বেইজিং যুক্তরাষ্ট্রের কূটনীতিককে ডেকে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে।
মার্কিন সিনেটে হংকংয়ের মানবাধিকার বিল পাস, চীন ক্ষুব্ধ
কালের কণ্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা হংকংয়ে কাঁদানে গ্যাস, রাবার বুলেটের পাশাপাশি সরকারবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবহৃত সরঞ্জাম বিক্রি বন্ধের আইনেও অনুমোদন দিয়েছে। এ ঘটনায় চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা ঝাউশু যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স উইলিয়াম ক্লেইনকে ডেকে তীব্র প্রতিবাদ জানান এবং বিলটি যেন আইনে পরিণত না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নসিহত করেন। এ ব্যাপারে চীন এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র এ পথ থেকে সরে না এলে চীন শক্ত পদক্ষেপ নেবে এবং এর দায়দায়িত্ব অবশ্যই যুক্তরাষ্ট্রকে নিতে হবে।’
যুক্তরাষ্ট্রের দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে ক্লেইন বলেছেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে হংকংয়ের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।
এদিকে হংকংয়ের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত স্থানে বিক্ষোভকারীরা ‘এসওএস’ বার্তা টানিয়ে দিয়েছে। পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে থেকে বিপর্যস্ত অবস্থায় কয়েক শত বিক্ষোভকারী পালিয়ে গেলেও প্রায় ৫০ জনের মতো সেখানে রয়ে গেছে।
পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে ২০ বছর বয়সী বিক্ষোভকারী কেন বলেন, “আমাদের খাবার ও পানি ফুরিয়ে আসছে।
সম্পর্কিত খবর

চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কালের কণ্ঠ ডেস্ক

দুই দশক আগে মশাবাহিত চিকুনগুনিয়া ভাইরাস বিশ্বজুড়ে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছিল। তার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত ব্যবস্থা নিতে আহবান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকুনগুনিয়ার নতুন প্রাদুর্ভাব ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে ইউরোপ ও অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়ার মধ্যে গত মঙ্গলবার সংস্থাটি এ আহবান জানায়। ১১৯টি দেশের আনুমানিক প্রায় ৫৬০ কোটি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডায়ানা রোহাস আলভারেজ জানান।

মিগ-২১ যুদ্ধবিমানকে চিরবিদায় জানাচ্ছে ভারত
কালের কণ্ঠ ডেস্ক

আগামী সেপ্টেম্বরে মিগ-২১ যুদ্ধবিমানকে চিরতরে বিদায় জানাবে ভারতীয় বিমানবাহিনী। ছয় দশকের বেশি সময় ধরে ভারতীয় বিমানবাহিনী এই যুদ্ধবিমান ব্যবহার করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকার গভর্নরস হাউসে এই যুদ্ধবিমান নিয়েই অভিযান চালিয়েছিল ভারতীয় বাহিনী। এর দুই দিন পর পাকিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল নিয়াজি তাঁর ৯৩ হাজার সেনা নিয়ে আত্মসমর্পণ করেন।

সংক্ষিপ্ত
মায়ানমারের জান্তা বাহিনীর ড্রোন বিধ্বস্ত থাই সীমান্তে
কালের কণ্ঠ ডেস্ক

মায়ানমারের জান্তা বাহিনীর একটি ড্রোন থাইল্যান্ড সীমান্তে বিধ্বস্ত হয়েছে। ড্রোনটি মায়ানমারের অভ্যুত্থানবিরোধী যোদ্ধাদের ওপর হামলার উদ্দেশে পাঠানো হয়েছিল। কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে থাই সীমান্তে বিধ্বস্ত হয়। থাইল্যান্ডের সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

বিহারে ৫২ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ
কালের কণ্ঠ ডেস্ক

ভারতের বিহার রাজ্যে ভোটার তালিকা থেকে ৫২ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। গতকাল বুধবার এই ইস্যুতে বিহারের বিধানসভায় বাগবিতণ্ডা হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নতুন নয়।