ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২, ২১ মহররম ১৪৪৭

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৬২

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৬২

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে গতকাল শুক্রবার একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণে অন্তত ৬২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি সংবাদমাধ্যমকে হতাহতের তথ্য নিশ্চিত করেন। তাত্ক্ষণিকভাবে কোনো জঙ্গিগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগান তালেবানের এক মুখপাত্র এ ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি এ ঘটনার পেছনে ইসলামিক স্টেট (আইএস) অথবা সরকারের হাত রয়েছে বলে মন্তব্য করেন।

আতাউল্লাহ জানান, প্রাদেশিক রাজধানী জালালাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরের হাসকা মিনা জেলার একটি মসজিদে বিস্ফোরণটি ঘটে। এতে ৬২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে। তিনি আরো জানান, বিস্ফোরণে যারা মারা গেছে, তারা সবাই ওই মসজিদে নামাজ পড়তে এসেছিল।

এর আগে হাসকা মিনা হাসপাতালের এক চিকিৎসক অবশ্য নিহতের সংখ্যা ৩২ বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে মসজিদের ছাদ সম্পূর্ণভাবে ধসে পড়ে। তারা আরো জানায়, বোমা বিস্ফোরণের সময় মসজিদটিতে ৩৫০ জন মুসল্লি অবস্থান করছিল।

আফগানিস্তানে বিস্ফোরণের এ ঘটনা এমন এক সময় ঘটল, যার আগের দিন যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা বেড়ে গেছে বলে এক প্রতিবেদনে জানায় জাতিসংঘ।

গত ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আফগানিস্তানে হতাহতের তথ্য তুলে ধরে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ওই সময়ের মধ্যে নিহতের সংখ্যা এক হাজার ১৭৪ এবং আহতের সংখ্যা তিন হাজার ১৩৯। আফগানিস্তানে গত বছর একই সময়ে হতাহতের সংখ্যার তুলনায় তা ৪২ শতাংশ বেশি বলে জানায় জাতিসংঘ। তবে এ বছর প্রথম ছয় মাসে হতাহতের সংখ্যা আগের বছরের একই সময়ের সংখ্যার তুলনায় কম বলে জানায় এ সংস্থাটি।

আফগানিস্তানে হামলার তীব্রতা বৃদ্ধি এবং তাতে হতাহতের সংখ্যা বৃদ্ধির জন্য প্রধানত সরকারবিরোধী তৎপরতা বৃদ্ধিকে দায়ী করেছে জাতিসংঘ। আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি তাদামিচি ইয়ামামোতো বলেন, ‘বেসামরিক মানুষ হতাহত হওয়ার ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য।

’ দেশটিতে যুদ্ধবিরতি কার্যকর ও স্থায়ী রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার জন্য আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দেন জাতিসংঘের এই কর্মকর্তা। সূত্র : এএফপি।

মন্তব্য

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে চুরির দায়ে ভারতীয় নারী সাজার মুখে

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রে চুরির দায়ে ভারতীয় নারী সাজার মুখে

যুক্তরাষ্ট্রে একটি স্টোর থেকে পণ্য চুরির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন এক ভারতীয় নারী। অভিযুক্ত ওই নারী যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়েছিলেন এবং একটি স্টোর থেকে প্রায় এক হাজার ৩০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় দেড় লক্ষাধিক টাকা) মূল্যের পণ্য চুরি করেন। এই ঘটনার একটি ভিডিও ইউটিউবে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি টার্গেট স্টোরে সাত ঘণ্টার বেশি সময় ঘোরাঘুরির পর তাঁর সন্দেহজনক আচরণ লক্ষ করে কর্মীরা পুলিশে খবর দেন। সূত্র : বিবিসি

মন্তব্য

প্রিয়াকে ক্ষমা করবে না ভুক্তভোগী পরিবার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
প্রিয়াকে ক্ষমা করবে না ভুক্তভোগী পরিবার

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে ক্ষমা করবে না বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। হত্যার শিকার যুবক তালাল আবদুর ভাই আবদেল ফাত্তাহ মেহদি বলেছেন, প্রিয়া অপরাধ করেছেন। তাঁকে কোনো ক্ষমা করা হবে না। তাঁর মৃত্যুদণ্ড হতেই হবে।

গতকাল বুধবার নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু ভারত সরকারের কূটনৈতিক দৌড়ঝাঁপের কারণে তাঁর মৃত্যুদণ্ড স্থগিত রাখা হয়েছে।

সূত্র : এনডিটিভি

মন্তব্য

নতুন রাজনৈতিক দল গড়লেন ইমরানের প্রাক্তন স্ত্রী

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নতুন রাজনৈতিক দল গড়লেন ইমরানের প্রাক্তন স্ত্রী
রেহাম খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান নতুন রাজনৈতিক দল গড়েছেন। তাঁর দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি। গত মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণা করেন রেহাম। তিনি বলেছেন, তাঁর রাজনৈতিক দলের লক্ষ্য হলো পাকিস্তানের পার্লামেন্টে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

বিবিসির সাবেক সাংবাদিক রেহাম আরো বলেন, পাকিস্তানের নারী ও কৃষকদের উপকারে আসে, এমন সব রাষ্ট্রীয় সংস্কারের দাবি নিয়ে এগোবে পাকিস্তান রিপাবলিক পার্টি। সাধারণ জনগণ প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখি হন, পাকিস্তান সরকারের নীতিতে তার প্রতিফলন থাকা জরুরি বলেও মনে করেন রেহাম। তাঁর ভাষায়, পুরো পাকিস্তান আমার সংবিধান; আর আমাদের এই নতুন দলের লক্ষ্য কেবল রাজনৈতিক স্বার্থ হাসিল নয়, বরং পাকিস্তানের শান্তি ও মর্যাদা ফিরিয়ে আনা এবং জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। সূত্র : ডন

মন্তব্য

‘দেশে ভিক্ষুক নেই’ মন্তব্যে পদ হারালেন কিউবার মন্ত্রী

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
‘দেশে ভিক্ষুক নেই’ মন্তব্যে পদ হারালেন কিউবার মন্ত্রী

পার্লামেন্টের অধিবেশনে বেফাঁস মন্তব্যের জেরে কিউবার শ্রম ও সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী মার্তা এলেনা ফেইতো-কাবরেরা মন্ত্রিত্ব হারিয়েছেন। গতকাল বুধবার এই তথ্য জানিয়েছে বিবিসি। ওই মন্ত্রী দাবি করে বসেন, দেশে ভিক্ষুকের অস্তিত্ব নেই। তিনি দাবি করেন, কিউবায় প্রকৃত অর্থে কোনো ভিক্ষুক নেই।

যাঁরা ময়লার বিন ঘাঁটাঘাঁটি করেন, তাঁরা এটাকে অর্থ উপার্জনের সহজ উপায় ভাবেন বলেই এমন করছেন। তাঁর এই মন্তব্যে কিউবার জনগণ ও প্রবাসী কিউবানরা সমালোচনায় ফেটে পড়েন। সমালোচনা এতটাই প্রবল আকার ধারণ করে যে এক পর্যায়ে দ্বীপরাষ্ট্রটির  প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল এ বিষয়ে ব্যাখ্যা দিতে বাধ্য হন। এর অল্প সময় পর মার্তা এলেনা পদত্যাগের ঘোষণা দেন।

ভয়াবহ অর্থনৈতিক সংকটে জর্জরিত কিউবায় দারিদ্র্যের হার দ্রুত বাড়ছে। সঙ্গে খাদ্য সঙ্কটও নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে। মার্তা এলেনা এ সপ্তাহের শুরুর দিকে পার্লামেন্টে বক্তব্য রাখার সময় কিউবার সড়কে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ও ময়লার বিন হাতড়ে বেড়ানো মানুষদের নিয়ে ওই মন্তব্য করেন। তিনি বলেন, কিউবায় কোনো ভিক্ষুক নেই।

তবে এমন কিছু মানুষ আছে যারা সহজে অর্থ উপার্জন করার জন্য ভিক্ষুক সেজে থাকে। সূত্র : বিবিসি

মন্তব্য

সর্বশেষ সংবাদ