ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

নেপোলিয়ন আসুক, আমরা পারব না : ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
নেপোলিয়ন আসুক, আমরা পারব না : ট্রাম্প

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র কুর্দিদের অসহায় অবস্থায় ফেলে চলে এসেছে, এমন অভিযোগের কড়া জবাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত সোমবার ট্রাম্প এক টুইটে লিখেছেন, ‘কুর্দিদের রক্ষায় কেউ যদি সিরিয়াকে সহায়তা করতে, সেটা রাশিয়া, চীন অথবা নেপোলিয়ন বোনাপার্টও হতে পারে। তাদের ব্যাপারে আমার কোনো সমস্যা নেই। আমি আশা করি, তারা সবাই কাজটা ভালোভাবেই করবে।

আমরা তো ৭০০০ মাইল দূরে!’

সেনা প্রত্যাহারের পক্ষে জোরালো অবস্থান নিয়ে ট্রাম্প দাবি করেন, ওই অঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান শতভাগ সফল হয়েছে। এখন ওই অঞ্চলের সুরক্ষার দায়িত্ব সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের, এমন অভিমতের ওপর জোর দিয়ে ট্রাম্প টুইটে আরো লেখেন, ‘নিজ ভূখণ্ডের জন্য সিরিয়া আর আসাদই কুর্দিদের সুরক্ষা দিক এবং তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করুক। আমি আমার জেনারেলদের বলেছি, আমাদের শত্রুপক্ষের ভূখণ্ড রক্ষায় কেন আমরা সিরিয়া ও আসাদের জন্য লড়াই করব?’

মন্তব্য

সম্পর্কিত খবর

সিঙ্গাপুরের বিমানবন্দরে দোকানে চুরির অভিযোগে ভারতীয় গ্রেপ্তার

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সিঙ্গাপুরের বিমানবন্দরে দোকানে চুরির অভিযোগে ভারতীয় গ্রেপ্তার

সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি বিমানবন্দরের বিভিন্ন দোকান থেকে সাড়ে তিন লাখ রুপি মূল্যের বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগে একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশটির পুলিশ গত বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি বিমানবন্দরের ১৪টি দোকান থেকে পাঁচ হাজার ১৩৬ সিঙ্গাপুরি ডলার মূল্যের পারফিউম, প্রসাধনী ও ব্যাগের মতো বিভিন্ন সামগ্রী চুরি করেন। চুরির পর তিনি স্বাভাবিকভাবেই বিমানে চেপে দেশ ত্যাগ করেন।

তবে ১ জুন পুনরায় ওই ব্যক্তি সিঙ্গাপুর ফিরলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। একটি দোকান থেকে ব্যাগ হারিয়ে যাওয়ার পর সিসিটিভি ফুটেজ দেখে কর্তৃপক্ষ চুরির ঘটনা জানতে পারে। সূত্র : এনডিটিভি

মন্তব্য

পুতিন-জেলেনস্কি সরাসরি বৈঠকের শর্ত জানাল মস্কো

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পুতিন-জেলেনস্কি সরাসরি বৈঠকের শর্ত জানাল মস্কো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের শর্ত জানিয়েছে মস্কো। তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা শান্তি আলোচনা শেষে রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানিয়েছেন, শান্তিচুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাশিয়া ও ইউক্রেনের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে বৈঠক হওয়া উচিত নয়। রুশ সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, গত বুধবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনার এই রাউন্ড শেষ হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদিনস্কি বলেন, ‘চুক্তি সইয়ের উপযোগী অবস্থা প্রস্তুত না হলে শীর্ষ পর্যায়ের বৈঠক অর্থহীন হবে।

বৈঠকটি যেন কেবল চুক্তি সই করার জন্য নয়, এই অবস্থান আমরা ইউক্রেনীয় প্রতিনিধিদের কাছে স্পষ্ট করে দিয়েছি।’ সূত্র : এএফপি

 

মন্তব্য

তুরস্কে দাবানলে ১০ দমকলকর্মী নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
তুরস্কে দাবানলে ১০ দমকলকর্মী নিহত

তুরস্কে দাবানলের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ১৪ জন। গত বুধবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও বন মন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। তুরস্কের পশ্চিমাঞ্চলে আগুন নেভানোর কাজ করছিল ২৪ জনের একটি দল।

হঠাৎ বাতাসের দিক পরিবর্তনে তাঁদের দিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে আটকা পড়েন তাঁরা। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ১০ জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন বন বিভাগের কর্মী ও পাঁচজন স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম বিরগুনের প্রতিবেদন অনুযায়ী, পুরো দলটি দাবানলের মধ্যে আটকা পড়ে ‘জীবন্ত দগ্ধ হয়’। এ ঘটনায় শোক জানিয়েছেন রাজনীতিকরা। সূত্র : আলজাজিরা

মন্তব্য
সংক্ষিপ্ত

কমরেড আজিজুল হকের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কমরেড আজিজুল হকের মৃত্যু
আজিজুল হক

নকশালবাড়ী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও বিশিষ্ট বামপন্থী রাজনীতিবিদ কমরেড আজিজুল হক গত সোমবার মারা গেছেন। কলকাতার বিধাননগরের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ষাটের দশকের উত্তাল সময়ে ভারতের নকশাল আন্দোলনে আজিজুল হক ছিলেন প্রথম সারির নেতাদের একজন। চারু মজুমদার ও মহাদেব মুখার্জির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এই ঐতিহাসিক আন্দোলনে, যা ১৯৬০ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তীব্রভাবে বিস্তার লাভ করেছিল। সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ