kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

জাপানে মৃতের সংখ্যা বেড়ে ৫৬

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাপানে শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো ১৫ জন নিখোঁজ রয়েছে। এদিকে ঝড়ের তাণ্ডবের পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে আটকা পড়া মানুষজনকে উদ্ধারে রাতের অন্ধকারেও কাজ করে যাচ্ছেন সেনাসহ লক্ষাধিক উদ্ধারকর্মী। গতকাল সোমবার দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে এ কথা জানায়। বিগত ৬০ বছরের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে মনে করা হচ্ছে হাগিবিসকে।

স্থানীয় সংবাদ ভিত্তিতে গণনা শেষে এনএইচকে জানায়, তারা এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছে। তবে এ সংখ্যা আরো বৃৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গতকাল জরুরি দুর্যোগ সভা করেছেন প্রধানমন্ত্রী শিনজে আবে। এ সময় তিনি বলেন, ‘এখনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত অনেক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়নি।’ সূত্র : এএফপি।

মন্তব্যসাতদিনের সেরা