ভারতজুড়ে উগ্রবাদীরা এখন মানুষকে মারধর করতেই ‘জয় শ্রীরাম’ স্লোগানটি ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গত শুক্রবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেলজয়ী অমর্ত্য সেন বলেছেন, ‘আমি এর আগে (এভাবে) জয় শ্রীরাম শুনিনি। এটা এখন ব্যবহৃত হয় মানুষ পেটাতে।