ঢাকা, বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২, ১৪ মহররম ১৪৪৭

ঢাকা, বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২, ১৪ মহররম ১৪৪৭

দক্ষিণ চীন সাগরের অংশের নামই বদলে ফেলল ইন্দোনেশিয়া

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
দক্ষিণ চীন সাগরের অংশের নামই বদলে ফেলল ইন্দোনেশিয়া

দক্ষিণ চীন সাগর নিয়ে আঞ্চলিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সাগরের নিজেদের অংশের নাম পরিবর্তন করে ‘নর্থ নাচুনা সি’ করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। বিষয়টি মোটেই পছন্দ হয়নি চীনের।

রাজধানী জাকার্তায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের কথা ঘোষণা করেন সমুদ্রের সার্বভৌমত্ববিষয়ক উপমন্ত্রী আফির হাভাস ওয়েগ্রোসেনো।

সংবাদ সম্মেলনে তিনি ওই স্থানের নতুন একটি মানচিত্রও উপস্থাপন করেন। তাঁর বরাত দিয়ে সরকারি আনতারা বার্তা সংস্থা জানায়, ‘আমাদের সমুদ্রের নাম হালনাগাদ করা এবং এ সীমানা সম্পর্কে জাতিসংঘকে জানানোর প্রয়োজন ছিল। এর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় জানতে পারবে কার ভূখণ্ড অতিক্রম করছে তারা।’

পরিবর্তিত নামের সমুদ্রের কিছুটা এলাকা চীনের মধ্যে পড়েছে।

ছোট-বড় হাজারো দ্বীপের দক্ষিণ চীন সাগর মাছ ধরা এবং তেল-গ্যাসের মতো প্রকৃতিক সম্পদে সমৃদ্ধ। চীন বহুদিন থেকেই পুরো সাগরকে নিজেদের সীমান্তের মধ্যে বলে দাবি করে আসছে। তবে ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন, ব্রুনেই ও মালয়েশিয়াও তাদের নিজ নিজ উপকূলের নিকটবর্তী এলাকাকে নিজেদের সীমান্ত বলে দাবি করে।

ইন্দোনেশিয়ার নামকরণ নিয়ে বিস্তারিত কিছু জানেন না বলে স্বীকার করলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, ‘এই নাম পরিবর্তন অর্থহীন।

আমরা আশা করব সংশ্লিষ্ট দেশ দক্ষিণ চীন সাগর প্রসঙ্গে পেইচিংয়ের সঙ্গে কাজ করবে।’ সূত্র : সিএনএন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ভারতের গুজরাটে সেতু ধসে নিহত ৯

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভারতের গুজরাটে সেতু ধসে নিহত ৯

ভারতের গুজরাটের ভদোদরা জেলার মহিসাগর নদীর একটি সেতু ধসে পড়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি নিচে পড়ে অন্তত ৯ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ভদোদরা জেলার পদরা তালুকা এলাকায় মহিসাগর নদীর গম্ভীরা-মুজপুর সেতুর একটি অংশ ধসে পড়ে। নদীর এই অংশে সেতুটি আনন্দ ও ভদোদরা জেলাকে যুক্ত করেছে।

এটি মধ্য গুজরাটের সঙ্গে সৌরাষ্ট্রকে সংযোগকারী প্রধান সড়কের অংশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাড়িগুলো নদীতে পড়ে যাওয়ার আগে ভেঙে পড়ার একটি বিকট শব্দ শোনা গেছে। ভদোদরা জেলা প্রশাসনের সদস্যরা, দমকল বাহিনী, স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। সূত্র : এনডিটিভি

 

মন্তব্য

ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী

ইয়েমেনের একজন নাগরিককে হত্যার দায়ে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে দেশটি। আগামী ১৬ জুলাই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানা গেছে। এর আগে গত বছর ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেন। প্রিয়ার প্রাণ রক্ষা এখন সম্পূর্ণ নির্ভর করছে নিহত ব্যক্তির পরিবারের ক্ষমার ওপর।

নিমিশা প্রিয়া ২০১৭ সালে তাঁর সাবেক ব্যাবসায়িক অংশীদার তালাল আব্দো মাহদিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন। মামলার অভিযোগ অনুযায়ী, মাহদিকে অতিরিক্ত ঘুমের ওষুধ দিয়ে হত্যা করে তাঁর মরদেহ কেটে পানির ট্যাংকে লুকিয়ে রাখা হয়। তবে আদালতে নিমিশার আইনজীবী দাবি করেন, মাহদি তাঁকে শারীরিক নির্যাতন করতেন, তাঁর অর্থ ও পাসপোর্ট জব্দ করেছিলেন। সূত্র : বিবিসি

 

মন্তব্য
সংক্ষিপ্ত

সৌদি যুবরাজের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সৌদি যুবরাজের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সঙ্গে জেদ্দায় বৈঠক করেছেন। ব্রাজিলে ব্রিকস সম্মেলন থেকে ফেরার পথে গত মঙ্গলবার তিনি জেদ্দায় গিয়ে যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যম এক্সে গতকাল বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির দুই সপ্তাহ পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে মুহাম্মদ বিন সালমান যুদ্ধবিরতি ওই অঞ্চলে স্থিতিশীলতার ক্ষেত্রে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন।

এ ছাড়া তিনি কূটনৈতিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের ওপরেও জোর দিয়েছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, আরাগচি বৈঠকে ইসরায়েলের নিন্দা করায় সৌদি আরবের প্রশংসা করেছেন। সূত্র : বিবিসি

 

মন্তব্য

ফ্রান্স স্পেন সিরিয়ায় ভয়াবহ দাবানল

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ফ্রান্স স্পেন সিরিয়ায় ভয়াবহ দাবানল

ফ্রান্স, স্পেন ও সিরিয়ায় ভয়াবহ দাবালন ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১১০ জন আহত হয়েছে। এদিকে স্পেনে ভয়াবহ দাবানলে ১৮ হাজারের বেশি মানুষকে ঘরের ভেতর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সিরিয়ার লাতাকিয়ায়ও বিশাল এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে।

আগুনে পুড়েছে হাজার হেক্টর বনভূমি।

বার্তা সংস্থা এএফপি গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সে কমপক্ষে ৪০০ জনকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্তত ৯ জন ফায়ার সার্ভিসকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোভাইয়ো গতকাল বলেছেন, প্রায় ৮০০ জন ফায়ার সার্ভিসকর্মী ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

এদিকে স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় তারাগোনা প্রদেশের ১৮ হাজারের বেশি মানুষকে গত মঙ্গলবার ঘরের ভেতর থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেকর্ড রাখা শুরু করার পর দেশটির ইতিহাসের সবচেয়ে উষ্ণ জুন দেখার পর দাবানলের কারণে স্পেনের বড় একটি অংশ এখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র : এএফপি, সিএনএন

মন্তব্য

সর্বশেষ সংবাদ