ফ্রান্স, স্পেন ও সিরিয়ায় ভয়াবহ দাবালন ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ১১০ জন আহত হয়েছে। এদিকে স্পেনে ভয়াবহ দাবানলে ১৮ হাজারের বেশি মানুষকে ঘরের ভেতর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সিরিয়ার লাতাকিয়ায়ও বিশাল এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে।
আগুনে পুড়েছে হাজার হেক্টর বনভূমি।
বার্তা সংস্থা এএফপি গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সে কমপক্ষে ৪০০ জনকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্তত ৯ জন ফায়ার সার্ভিসকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রোভাইয়ো গতকাল বলেছেন, ‘প্রায় ৮০০ জন ফায়ার সার্ভিসকর্মী ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’
এদিকে স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় তারাগোনা প্রদেশের ১৮ হাজারের বেশি মানুষকে গত মঙ্গলবার ঘরের ভেতর থাকার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রেকর্ড রাখা শুরু করার পর দেশটির ইতিহাসের সবচেয়ে উষ্ণ জুন দেখার পর দাবানলের কারণে স্পেনের বড় একটি অংশ এখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র : এএফপি, সিএনএন