ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ১৯ মহররম ১৪৪৭

কোয়ারেন্টিন নিয়ে মারামারি

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
শেয়ার
কোয়ারেন্টিন নিয়ে মারামারি

ঝিনাইদহের কালীগঞ্জে হোম কোয়ারেন্টিনে থাকতে বলার জেরে দুই পক্ষের মারামারিতে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়ায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন রাজিয়া সুলতানা, আকাশ, নয়ন হোসেন ও তাঁর স্ত্রী রানী খাতুন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিছু দিন আগে ঢাকা থেকে রাজিয়ার মেয়ে ও মেয়ের জামাই ঢাকালেপাড়ায় বেড়াতে আসেন। তখন এলাকাবাসী তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করে। কিন্তু তাঁরা তা না করে বাইরে ঘোরাঘুরি করতে থাকেন।

একপর্যায়ে গতকাল সকালে প্রতিবেশী এক নারী রাজিয়াকে বলেন, তাঁর মেয়ে ও মেয়ের জামাই যেন বাইরে বের না হয়।

এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারি বেধে যায়। এতে রাজিয়াসহ ওই চারজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ