ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭

ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মহররম ১৪৪৭

অসহায় মানুষের পাশে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
অসহায় মানুষের পাশে হিরো আলম
বগুড়ার নন্দীগ্রামে এক অসহায় নারীর বাড়িতে হিরো আলমের ত্রাণ বিতরণ। ছবি : কালের কণ্ঠ

করোনা পরিস্থিতির এই সংকটময় মুহূর্তে বগুড়ার দরিদ্র-অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মডেল-অভিনেতা হিরো আলম। নিজের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন তিনি।

গত তিন দিন ধরে বগুড়ার নন্দীগ্রাম, কাহালু ও শেরপুর এলাকার প্রায় ৫০০ পরিবারের মধ্যে চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন হিরো আলম। চলমান সাধারণ ছুুটির মধ্যে আলমের এই সাহায্য পেয়ে খেটে খাওয়া মানুষ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘করোনার কারণে সারা দেশ অচল। কেউ কাজে যেতে পারছে না। যারা দিন আনে দিন খায় তাদের হাঁড়িতে ভাত নেই। তাই গরিবদের এমন দুর্দিনে আমার সামর্থ্যে যতটুকু কুলোয় ততটুকু সাহায্য করছি।

এ সময়ে সচ্ছলদের উচিত খেটে খাওয়া দরিদ্র মানুষের পাশে থাকা। আমি মনে করি, অভিনয় শিল্পীদের মধ্যে অনেক বিত্তবান রয়েছেন, যাঁরা আমার মতো নিজ নিজ এলাকার গরিব-দুস্থদের সহযোগিতা করতে পারেন।’ হিরো আলমের দেওয়া খাদ্যসামগ্রীর মধ্য রয়েছে পাঁচ কেজি চাল, আটা, মসুর ডাল, সয়াবিন তৈল ও লবণ।

এদিকে ঘরে ঘরে গিয়ে হিরো আলমের ত্রাণ বিতরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

তাঁর এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে অনেকে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ