ঢাকা, বুধবার ১৬ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ২০ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ১৬ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ২০ মহররম ১৪৪৭

রাজশাহী মেডিক্যালে করোনা পরীক্ষা চালু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শেয়ার
রাজশাহী মেডিক্যালে করোনা পরীক্ষা চালু হচ্ছে আজ

রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) আজ বুধবার থেকে শুরু হচ্ছে করোনা পরীক্ষা। কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবে প্রতিদিন ছয় থেকে সাতজন সন্দেহভাজন রোগীর পরীক্ষা করা যাবে। রামেক হাসপাতালের করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক ডা. আজিজুল হক আজাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার রামেক হাসপাতালের পরিচালকের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।

এ সময় ডা. আজিজুল জানান, যে কেউ চাইলেই করোনা পরীক্ষা করতে পারবে না। এ জন্য প্রাতিষ্ঠানিকভাবে একজন বিশেষজ্ঞ চিকিৎসক কোনো রোগী করোনায় আক্রান্ত হয়েছে বলে মোটামুটি নিশ্চিত করলেই শুধু তার নমুনা সংগ্রহ করা হবে। পরে পরীক্ষা করা হবে ওই ল্যাবে।

তিনি আরো জানান, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বর থাকার অর্থই করোনাভাইরাসে আক্রান্ত নয়।

টেস্টের পরই সেটা নিশ্চিত করে বলা যাবে করোনা আক্রান্ত রোগী কি না। আবার করোনা পজিটিভ রোগীরা যাতে অন্য কোনো রোগীর সংস্পর্শে আসতে না পারে সে জন্য রামেক হাসপাতালের বার্ন ইউনিটকে ব্যবহার করা হবে। সেখানেই আগামীতে করোনা আক্রান্তদের রেখে চিকিৎসা দেওয়া হবে।  

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ