রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) আজ বুধবার থেকে শুরু হচ্ছে করোনা পরীক্ষা। কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবে প্রতিদিন ছয় থেকে সাতজন সন্দেহভাজন রোগীর পরীক্ষা করা যাবে। রামেক হাসপাতালের করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক ডা. আজিজুল হক আজাদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার রামেক হাসপাতালের পরিচালকের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।