১০ ধরনের পদে ১৩০ জন নিয়োগ দেবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেড (ডেসকো)। আবেদন করতে হবে অনলাইনে ১৩ জুনের মধ্যে।
কোন পদে কতজন
১. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল)-৬৭টি।
বেতন : ৫১০০০+ টাকা (গ্রেড-৭)।
বিজ্ঞাপন
২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন)-৩টি।
বেতন : ৫১০০০+ টাকা (গ্রেড-৭)।
৩. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)-৪টি।
বেতন : ৫১০০০+ টাকা (গ্রেড-৭)।
৪. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল)-২৩টি। বেতন : ৩৯০০০+ টাকা (গ্রেড-৮)।
৫. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাডমিন)-৪টি।
বেতন : ৩৯০০০ টাকা।
৬. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)-৬টি।
বেতন : ৩৯০০০+ টাকা (গ্রেড-৮)।
৭. সাবস্টেশন অ্যাটেনডেন্ট-৭টি।
বেতন : ২৪০০০ টাকা+ (গ্রেড-১২)।
৮. অ্যাসিস্ট্যান্ট কমপ্লেইন্ট সুপারভাইজার-২টি।
বেতন : ২৪০০০ টাকা+ (গ্রেড-১২)।
৯. অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান-১২টি।
বেতন : ২৩০০০+ টাকা (গ্রেড-১৩)।
১০. স্পেশাল গার্ড-২টি।
বেতন : ১৮০০০+ টাকা (গ্রেড-১৪)।
♦ আবেদন ফি : ১ থেকে ৬ ক্রমিকের পদে এক হাজার ৫০০ টাকা এবং অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে ফি এক হাজার টাকা। ফি দিতে হবে রকেট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
♦ নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের লিংক : www.desco.org.bd/bangla/career.php