kalerkantho

বৃহস্পতিবার । ৩ আষাঢ় ১৪২৮। ১৭ জুন ২০২১। ৫ জিলকদ ১৪৪২

মডেল টেস্ট

বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদ

বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদ টপিকের ওপর চাকরির নিয়োগ পরীক্ষাগুলোতে প্রায়ই প্রশ্ন করা হয়। বহু নির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে প্রস্তুতিমূলক এই মডেল টেস্ট প্রস্তুত করেছেন জুবায়ের আহম্মেদ

৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদ

১।        চিন্তা ও বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত?

ক. ২৭ খ. ৩০ গ. ৩৯ ঘ. ৪০

২।         রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান কে?

ক. প্রধানমন্ত্রী খ. স্পিকার গ. প্রধান বিচারপতি

            ঘ. অর্থমন্ত্রী

৩।        বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি?

ক. ৫০ খ. ৫১ গ. ৪২ ঘ. ৪৫

৪।        বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার—

            ক. শাহ্ আবদুল হামিদ  খ. সৈয়দ নজরুল ইসলাম গ. তাজউদ্দীন আহমদ   ঘ. মুহম্মদ সগীর

৫।        বাংলাদেশের বর্তমান সরকারপ্রধান কে?

ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী গ. স্পিকার

            ঘ. প্রধান বিচারপতি

৬।        বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য—

ক. মতিয়া চৌধুরী খ. সৈয়দা সাজেদা খাতুন 

            গ. বেগম রাজিয়া বানু  ঘ. ক্যাপ্টেন সেতারা

৭।        সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীর সর্বনিম্ন বয়স কত বছর হতে হয়?

ক. ১৮ খ. ২০ গ. ২২ ঘ. ২৫

৮। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে?

ক. ৪ নভেম্বর ১৯৭২ খ. ১০ জানুয়ারি ১৯৭২

            গ. ১১ অক্টোবর ১৯৭২ ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭২

৯।        বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?

ক. ১৬  খ. ১৮ গ. ২০ ঘ. ২২

১০।      গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস—

            ক. ৮ মার্চ         খ. ১৬ ডিসেম্বর 

            গ. ৪ নভেম্বর     ঘ. ২৩ অক্টোবর

১১। সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত বছর?

ক. ২৫  খ. ৩০  গ. ৩৫  ঘ. ৪০

১২। জাতীয় সংসদের প্রতীক কী?

ক. মসজিদ       খ. পাট 

            গ. ধানের শীষ              ঘ. শাপলা ফুল

১৩। জাতীয় সংসদের মোট আসনসংখ্যা কত?

ক. ৩০০  খ. ৩৫০  গ. ৪০০  ঘ. ৪৫০

১৪। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?

ক. এক কক্ষ      খ. দুই কক্ষ 

            গ. তিন কক্ষ      ঘ. চার কক্ষ

১৫। জাতীয় সংসদের ১ নম্বর আসনটি বাংলাদেশের কোন জেলায়?

ক. কক্সবাজার খ. পঞ্চগড়

            গ. চাঁপাইনবাবগঞ্জ ঘ. বরগুনা

১৬। বাংলাদেশের সুপ্রিম কোর্টের কয়টি ডিভিশন?

ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি

১৭। বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০তম আসন কোনটি?

ক. নেত্রকোনা    খ. ঝিনাইদহ

            গ. নীলফামারী             ঘ. বান্দরবান

১৮। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি কয় তলাবিশিষ্ট?

ক. ৬ তলা খ. ৭ তলা গ. ৮ তলা ঘ. ৯ তলা

১৯। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন?

ক. ২৪ খ. ২৮ গ. ৩৪ ঘ. ৩৬

২০। তৎকালীন পূর্ব বাংলার আইনসভা কোথায় অবস্থিত ছিল?

ক. জগন্নাথ হলে  খ. শেরেবাংলানগরে

            গ. তেজগাঁওয়ে ঘ. জগন্নাথ কলেজে

উত্তর মিলিয়ে নিন - ১. গ ২. খ ৩. ক ৪. ক ৫. খ ৬. গ ৭. ঘ ৮. ঘ ৯ .খ ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. ক ১৫. খ ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০. ক।সাতদিনের সেরা