kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

অনলাইন ইন্টারভিউ টিপস

করোনা পরিস্থিতির কারণে অনেক কিছুর মতো চাকরির ইন্টারভিউও অনলাইনে হচ্ছে। প্রচলিত ইন্টারভিউর সঙ্গে এর যেমন পদ্ধতিগত পার্থক্য আছে, সেই সঙ্গে নতুন কিছু ব্যাপারও আছে, যেগুলোর মুখোমুখি আগে হয়তো অনেকেই হয়নি। আরো জানাচ্ছেন হাবিব তারেক

১১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে১. ইন্টারভিউর আগে সম্ভাব্য প্রশ্নগুলোর ব্যাপারে প্রস্তুতি নিয়ে রাখবেন। যে রুম বা জায়গায় কোলাহল বা হৈচৈ নেই, সেখানে ওয়েবক্যামযুক্ত কম্পিউটার/ল্যাপটপ বা স্মার্টফোন সামনে নিয়ে বসুন।  ইন্টারনেট যেন নিরবচ্ছিন্ন থাকে সে ব্যাপারে খেয়াল রাখুন। ইন্টারভিউতে কথা বলার সময় ক্যামেরার দিকে চোখ রেখে কথা বলুন, যাতে স্বাভাবিক আই কন্টাক্ট হয়।

২. যেহেতু ইন্টারভিউটা অনলাইনে হচ্ছে, নেটের সমস্যা বা কারিগরি সমস্যার কারণে ওপাশের কোনো কথা স্পষ্ট শুনতে না পারাটাও খুব স্বাভাবিক! এমনটি হলে বিনীতভাবে কথাটি পুনরায় বলতে অনুরোধ করুন। কোনো কথা স্পষ্ট না বুঝে আন্দাজ করে উত্তর দিতে গেলে ভুল হওয়ার আশঙ্কা থাকবে।  

৩. কথা বলার সময় অভিব্যক্তি কেমন, সেটাও ইন্টারভিউর একটা গুরুত্বপূর্ণ দিক। নিয়োগকর্তারা আত্মবিশ্বাসী ও যেকোনো পরিস্থিতিতে মানানসই প্রার্থীদেরই সবচেয়ে বেশি পছন্দ করেন। অনলাইনে ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা অনেকেরই নেই, তাই নার্ভাস হয়ে যাওয়াটা স্বাভাবিক। এ অবস্থা কাটাতে হবে।

৪. অনলাইনে ইন্টারভিউ হওয়ায় প্রচলিত ইন্টারভিউর তুলনায় এর সময়ব্যাপ্তি কম হওয়ার সম্ভাবনা বেশি। তাই কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে এর প্রাসঙ্গিক উত্তর যথাযথভাবে সংক্ষেপে দিলেই ভালো। কোনোভাবেই বাড়তি কথা টেনে আনার দরকার নেই। এর ফলে প্রথমত প্রশ্নকর্তা বিরক্ত হতে পারেন; দ্বিতীয়ত আপনার উত্তর থেকেই এমন প্রশ্ন করতে পারেন, যেটার ব্যাপারে আপনি প্রস্তুত নন।

৫. সম্ভব হলে আগেই পরিচিত কারো সঙ্গে ভিডিও কলে নমুনা ইন্টারভিউর ট্রায়াল দিতে পারেন, তাহলে নিজের ভুলত্রুটিগুলো শনাক্ত করতে পারবেন। ভিডিওতে অপর প্রান্তে আপনার অভিব্যক্তি কেমন, প্রশ্নের উত্তর দেওয়ার সময় অস্বাভাবিক দেখাচ্ছে কি না, শব্দ দুই প্রান্তে কেমন শোনাচ্ছে, ডিভাইসের কারিগরি ত্রুটি—সব কিছু আগে থেকেই জানা যাবে।

মন্তব্যসাতদিনের সেরা