ছবি : মোহাম্মদ আসাদ
১। বিশ্ব পাই দিবস কত তারিখে পালিত হয়?
(ক) ২০ মার্চ (খ) ১৮ মার্চ
(গ) ১৬ মার্চ (ঘ) ১৪ মার্চ
২। চলতি ২০১৮-১৯ অর্থবছরে সংশোধিত এডিপির আকার কত?
(ক) ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা
(খ) ১ লাখ ৬৬ হাজার কোটি টাকা
(গ) ১ লাখ ৬০ হাজার কোটি টাকা (ঘ) ১ লাখ ৫৫ হাজার কোটি টাকা
৩। জাতীয় পাট দিবস কত তারিখে পালন করা হয়?
(ক) ৫ মার্চ (খ) ১০ মার্চ
(গ) ১৫ মার্চ (ঘ) ৮ মার্চ
৪। লন্ডনভিত্তিক দাতব্য সংস্থা চ্যারিটেবল এইড ফাউন্ডেশনের পরোপকার বা দানশীল দেশের তালিকায় বাংলাদেশ কততম দেশ?
(ক) ৭৮তম (খ) ৭৫তম
(গ) ৭০তম
(ঘ) ৭৪তম
৫। এ বছরের স্বাধীনতা পুরস্কার-২০১৯ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিভাগে মোট কতজন ব্যক্তি মনোনীত হন?
(ক) ৫ জন (খ) ৬ জন
(গ) ৭ জন (ঘ) ৮ জন
৬। ‘আলোর ফেরিওয়ালা’খ্যাত সমাজকর্মী পলান সরকার কত তারিখে মারা যান?
(ক) ১ মার্চ ২০১৯ সাল
(খ) ৫ মার্চ ২০১৯ সাল
(গ) ৪ মার্চ ২০১৯ সাল
(ঘ) ২ মার্চ ২০১৯ সাল
৭। সম্প্রতি কোন দেশকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রমিলা ফুটবল দল?
(ক) জাপান (খ) নেপাল
(গ) মিয়ানমার
(ঘ) ভিয়েতনাম
৮। বগুড়ার মহাস্থানগড়ে খননকাজের সময় ২৫০০ বছরের পুরনো কোন জিনিসের সন্ধান পাওয়া গেছে?
(ক) চীনা মাটির পাত্র
(খ) শস্যবীজ
(গ) বৌদ্ধ মূর্তি
(ঘ) শিলালিপি
৯। দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর ডাকসু নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়?
(ক) ১০ মার্চ ২০১৯ সাল
(খ) ১১ মার্চ ২০১৯ সাল
(গ) ১২ মার্চ ২০১৯ সাল
(ঘ) ১৪ মার্চ ২০১৯ সাল
১০। জাতীয় শিশু দিবস কত তারিখে পালন করা হয়?
(ক) ১২ মার্চ (খ) ১৪ মার্চ
(গ) ১৬ মার্চ (ঘ) ১৭ মার্চ
১১। সম্প্রতি নিউজিল্যান্ডের কোন শহরের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে?
(ক) ওয়েলিংটন (খ) নেপিয়ার
(গ) অকল্যান্ড (ঘ) ক্রাইস্টচার্চ
১২। ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশে যে বর্ষ পালন
করা হবে—
(ক) মুজিব বর্ষ (খ) ভাসানী বর্ষ
(গ) সোহরাওয়ার্দী বর্ষ
(ঘ) নজরুল বর্ষ
১৩। সম্প্রতি জিম্বাবুয়ে ও মোজাম্বিকে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কী?
(ক) সিনাই (খ) ইদাই
(গ) ইকার্দি (ঘ) ইভল
১৪। স্বাধীনতা পুরস্কারের (২০১৯) জন্য মনোনীত হয়েছে—
(ক) ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
(খ) ১১ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
(গ) ১৩ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
(ঘ) ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
১৫। কোন শহরে আমেরিকা ও তালেবানদের মধ্যে আফগানিস্তান যুদ্ধবিষয়ক যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি নিয়ে ১৬ দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়?
(ক) দুবাই (আরব আমিরাত)
(খ) দোহা (কাতার)
(গ) আবুধাবি (আরব আমিরাত)
(ঘ) রিয়াদ (সৌদি আরব)
১৬। সম্প্রতি কোন দেশে ১৫৭ জন যাত্রী নিয়ে উড়োজাহাজ বোয়িং ৭৩৭ ম্যাক্স বিধ্বস্ত হয়?
(ক) সুদানে (খ) মিসরে
(গ) উগান্ডায় (ঘ) ইথিওপিয়ায়
১৭। কোন বোলার সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে তিন সংস্করণে ৫ উইকেট লাভ করার বিরল গৌরব অর্জন করেন?
(ক) জাসপিত বুমরাহ
(খ) রশিদ খান
(গ) সাকিব আল হাসান
(ঘ) মিশেল জনসন
১৮। বিশ্ব নারী দিবস কত তারিখে পালন করা হয়?
(ক) ১০ মার্চ (খ) ১২ মার্চ
(গ) ৮ মার্চ (ঘ) ১৬ মার্চ
১৯। স্বাধীনতা পুরস্কার-২০১৯-এর জন্য সাহিত্য বিভাগে মনোনীত ব্যক্তির নাম কী?
(ক) হাসান আজিজুল হক
(খ) শওকত ওসমান
(গ) হায়াত্ মামুদ
(ঘ) সেলিনা হোসেন
২০। সম্প্রতি কোন দেশ তাদের দ্বিতীয় টেস্ট ক্রিকেট ম্যাচে ইংল্যান্ড ও পাকিস্তানের মতো দ্রুততম সময়ে ক্রিকেট টেস্ট ম্যাচ বিজয়ের গৌরবের অধিকারী হয়?
(ক) আয়ারল্যান্ড
(খ) আরব আমিরাত
(গ) স্কটল্যান্ড
(ঘ) আফগানিস্তান
২১। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কী?
(ক) ইরনা সোলবাগ (খ) টেরেসা মে
(গ) জেসিন্ডা আরডার্ন
(ঘ) হেলেন ক্লার্ক
২২। বিশ্ব কিডনি দিবস কত তারিখে পালিত হয়?
(ক) ১৪ মার্চ (খ) ১৬ মার্চ
(গ) ১৮ মার্চ (ঘ) ২০ মার্চ
উত্তর
১.ঘ ২. ক ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. গ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. ঘ ২১. গ ২২. ক।
মডেল টেস্টটি প্রস্তুত করেছেন
রাকিবুল ইসলাম
মন্তব্য