kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১       

চলতি বিশ্ব

১৮ জুলাই, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশেষমেশ ট্রাম্পের দাবি মেনে নিল ন্যাটো

সামরিক ব্যয় বাড়ানোর ‘মার্কিন দাবি’ মেনে নিয়েছে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো। ব্রাসেলসে ১২ জুলাই শেষ হওয়া ন্যাটো সম্মেলনে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যই সামরিক ব্যয় বাড়ানোর ব্যাপারে পরিষ্কার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ ২৯টি দেশ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য।

 

হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে কয়েক দিন ধরে চলা সহিংস প্রতিবাদের মুখে পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী জ্যাক গি লেফনটন্ট। প্রেসিডেন্ট জোভনেল মোয়িস তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সহিংস প্রতিবাদ ও দাঙ্গা চলাকালে কংগ্রেসে প্রধানমন্ত্রী লেফনটন্টের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাবও উঠেছিল।

 

মন্তব্যসাতদিনের সেরা