অঙ্কন : মাসুম
সাম্প্রতিক ঘটনাবলির ওপর মডেল টেস্ট নিয়ে বিভাগ। ঘরে বসেই যাচাই করে নিন আপনি কতটা আপডেট?
১। প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন—
ক. তামিম ইকবাল
খ. মুশফিকুর রহিম
গ. সাকিব আল হাসান
ঘ. মমিনুল হক
২। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আংকটাডের প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সালে বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে—
খ. ৬.১ শতাংশ খ. ৭.১ শতাংশ
গ. ৮.১ শতাংশ ঘ. ৯.১ শতাংশ
৩। যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান
‘দ্য হেরিটেজ ফাউন্ডেশন’ প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত?
ক. ১২৬তম খ. ১২৭তম গ. ১২৮তম ঘ. ১২৯তম
৪। দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আবদুল হামিদ বর্তমানে দেশের কততম রাষ্ট্রপতি?
ক. ২১তম খ. ২২তম
গ. ২৩তম ঘ. ২৪তম
৫। দেশের দক্ষিণাঞ্চলের কোন জেলায় সেনানিবাস স্থাপন করা হচ্ছে?
ক. বরিশাল খ. ভোলা গ. বরগুনা ঘ. পটুয়াখালী
৬। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিশ্বের কতটি দেশে বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে?
ক. ১৫১টি খ. ১৫২টি
গ. ১৫৩টি ঘ. ১৫৪টি
৭। ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড অ্যান্ডোক্রোলোজির তথ্যানুযায়ী বহুমূত্র রোগ কত ধরনের?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৮। বিশ্বের যেকোনো জায়গায় হানা দিতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছে কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র খ. চীন
গ. রাশিয়া ঘ. উত্তর কোরিয়া
৯। ভারতের ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো নিরঙ্কুশ জয় পেয়েছে কোন দল?
ক. কংগ্রেস খ. বিজেপি
গ. সিপিএম ঘ. এনপিপি
১০। সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে?
ক. পাকিস্তান খ. নেপাল
গ. ভুটান ঘ. মালদ্বীপ
১১। ইউনিসেফের বার্ষিক প্রতিবেদন-২০১৮ অনুযায়ী বিশ্বে শিশুমৃত্যুর হার সর্বনিম্ন কোন দেশে?
ক. জাপান খ. কানাডা
গ. অস্ট্রেলিয়া ঘ. সিঙ্গাপুর
১২। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে ২০১৭ সালে বাংলাদেশের অবস্থান—
ক. ১৪২ খ. ১৪৩ গ. ১৪৫ ঘ. ১৪৬
১৩। সিরিল রামাফোসা কোন দেশের প্রেসিডেন্ট?
ক. দক্ষিণ সুদান খ. দক্ষিণ কোরিয়া গ. দক্ষিণ আফ্রিকা ঘ. নাইজেরিয়া
১৪। প্রথমবারের মতো ‘আরব ফ্যাশন সপ্তাহ’ আয়োজনের ঘোষণা দিয়েছে কোন দেশ?
ক. সংযুক্ত আরব আমিরাত
খ. ওমান
গ. সৌদি আরব
ঘ. কাতার
১৫। দেশের প্রথম পতাকা ভাস্কর্য
‘পতাকা ৭১’ কোথায় স্থাপিত হয়েছে?
ক. মুন্সীগঞ্জ খ. মেহেরপুর গ. বরিশাল ঘ. ময়মনসিংহ
১৬। কাতালান আন্দোলনের নেতা কার্লেস পুজদেমন বর্তমানে কোন দেশে আছেন?
ক. ইকুয়েডর খ. বেলজিয়াম গ. রাশিয়া ঘ. ইসরায়েল
১৭। সৌদি আরব সম্প্রতি নারীদের কোন ক্ষেত্রে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে?
ক. সেনাবাহিনী খ. নৌবাহিনী গ. বিমানবাহিনী ঘ. পুলিশবাহিনী
১৮। চলতি বছর একুশে পদক পাচ্ছেন কতজন?
ক. ২০ জন খ. ২১ জন গ. ২২ জন ঘ. ২৩ জন
১৯। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিন সফর করেন—
ক. ইন্দিরা গান্ধী খ. রাজীব গান্ধী গ. মনমোহন সিং ঘ. নরেন্দ্র মোদি
২০। প্রথমবারের মতো হজে তৃতীয় লিঙ্গের স্বেচ্ছাসেবক পাঠাচ্ছে কোন দেশ?
ক. বাংলাদেশ খ. সিরিয়া গ. পাকিস্তান ঘ. মালয়েশিয়া
উত্তরগুলো মিলিয়ে নিন
১. ঘ, ২. খ, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. ক, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. ঘ, ১১. ক, ১২. খ, ১৩. গ, ১৪. গ, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. খ, ১৯. ঘ, ২০. গ।
মন্তব্য