সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৯ ডিসেম্বর, পৃষ্ঠা ৬
□ বাংলাদেশ সমরাস্ত্র কারখানা
পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী, ৭টি। যান্ত্রিক/তড়িৎ/ধাতব/রসায়ন/কম্পিউটার প্রকৌশলে স্নাতক। : পার্সোনেল অফিসার/স্টোর অফিসার, ২টি। প্রথম শ্রেণির স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর।
বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী, ৭টি। মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/
অটোমোবাইল/উড ওয়ার্ক/ রেফ্রিজারেশন /ইলেকট্রনিকস/ কম্পিউটার/ ম্যাটালার্জি/ কেমিক্যাল বিষয়ে ডিপ্লোমা। সহকারী পার্সোনেল অফিসার/সহকারী স্টোর অফিসার/সহকারী ক্রয় অফিসার, ১টি। দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি।
যোগাযোগ : উপপরিচালক, প্রশাসন, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, গাজীপুর সেনানিবাস, গাজীপুর।
ওয়েব : www.bof.gov.bd
সূত্র : ইনডিপেনডেন্ট ও ইত্তেফাক, ২৫ ডিসেম্বর, পৃষ্ঠা ১৫ ও ৬
□ বসুন্ধরা গ্রুপ
পদ ও যোগ্যতা : অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, ইলেট্রিক্যাল। ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, খাদ্য ও কোমলপানীয় প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে একই পদে ৫ বছরসহ মোট ১৫ বছরের অভিজ্ঞতা।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদনের শেষ তারিখ : ৬ জানুয়ারি।
যোগাযোগ : বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২, প্লট # ৫৬/এ, ব্লক # সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা বাণিজ্যিক এলাকা, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ, ৩০ ডিসেম্বর, পৃষ্ঠা ৩
□ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
পদ ও যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিং ৪টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ৪টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ৪টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১টি, ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ১টি, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ১টি। এসএসসি-পরবর্তী পরীক্ষাগুলোতে প্রথম বিভাগ/শ্রেণিসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং। মেডিক্যাল অফিসার ১২টি।
বয়সসীমা : ৩০ বছর।
বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১৮ জানুয়ারি।
যোগাযোগ : সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৮ ডিসেম্বর, পৃষ্ঠা ১১
□ জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা
পদ ও যোগ্যতা : ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ২৫টি। বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ নিয়ে এইচএসসি। কম্পিউটারে টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ২০ শব্দ।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ২২ জানুয়ারি।
যোগাযোগ : জেলা প্রশাসক, ঢাকা।
সূত্র : সমকাল, ২৮ ডিসেম্বর, পৃষ্ঠা ৭
□ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজি, ১টি।
বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা।
পদ ও যোগ্যতা : অধ্যাপক, বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগ, ১টি।
বেতনক্রম : ৫৬৫০০-৭৪৪০০ টাকা।
পদ ও যোগ্যতা : সহকারী অধ্যাপক/প্রভাষক, বাংলাদেশ অ্যান্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগ, ২টি।
বেতনক্রম : সহকারী অধ্যাপক ৩৫৫০০-৬৭০১০ টাকা। প্রভাষক ২২০০০-৫৩০৬০ টাকা।
পদ ও যোগ্যতা : অধ্যাপক/সহযোগী অধ্যাপক, পরিসংখ্যান, ১টি।
বেতনক্রম : অধ্যাপক ৫৬৫০০-৭৪৪০০ টাকা। সহযোগী অধ্যাপক ৫০০০০-৭১২০০ টাকা।
পদ ও যোগ্যতা : সহকারী অধ্যাপক/প্রভাষক, পরিসংখ্যান, ২টি।
বেতনক্রম : সহকারী অধ্যাপক ৩৫৫০০-৬৭০১০ ও প্রভাষক ২২০০০-৫৩০৬০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১১ জানুয়ারি।
যোগাযোগ : রেজিস্ট্রার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
ওয়েব : www.nstu.edu.bd
সূত্র : জনকণ্ঠ, ২৬ ডিসেম্বর, পৃষ্ঠা ৮
□ বিওএফ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
পদ ও যোগ্যতা : সহকারী প্রধান শিক্ষক, ১টি। দ্বিতীয় শ্রেণির স্নাতক/সম্মানসহ স্নাতকোত্তর অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ শিক্ষকতায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। সহকারী শিক্ষক, বাংলা ২টি, ইংরেজি ৫টি, গণিত ৩টি, সমাজবিজ্ঞান ২টি, রসায়ন, জীববিজ্ঞান, চারু ও কারুকলা, শারীরিক শিক্ষা, আইসিটি ও ধর্ম ১টি করে। গ্রন্থাগারিক, ১টি। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক/সম্মানসহ স্নাতকোত্তর অথবা সমমান।
বেতন : আলোচনা সাপেক্ষে।
পদ ও যোগ্যতা : অফিস সুপারিনটেনডেন্ট ১টি, হিসাবরক্ষক ১টি। ন্যূনতম স্নাতকসহ প্রশাসনিক বিষয় ও কম্পিউটার চালনায় দক্ষ।
বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ১টি, হিসাব সহকারী, ১টি। এইচএসসি।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ৭ জানুয়ারি।
যোগাযোগ : ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বিওএফ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর।
সূত্র : কালের কণ্ঠ, ২৩ ডিসেম্বর, পৃষ্ঠা ৯
□ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ
পদ ও যোগ্যতা : প্রভাষক, বাংলা ১টি, ফিন্যান্স-ব্যাংকিং ও বীমা ১টি। সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি।
বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
পদ ও যোগ্যতা : প্রভাষক, ইসলাম শিক্ষা ১টি, কর্ম ও জীবনমুখী শিক্ষা ও গণিত ২টি করে। ইংরেজি ভার্সনে বিজ্ঞান, গণিত, ইসলাম শিক্ষা ও চারুকলা ১টি করে। সংশ্লিষ্ট বিষয়সহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ও বিএড/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি। ইংরেজি ভার্সনের ক্ষেত্রে ইংরেজিতে পাঠদানে অভিজ্ঞ হতে হবে।
বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
পদ ও যোগ্যতা : সহকারী লাইব্রেরিয়ান ১টি। দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা।
বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
পদ ও যোগ্যতা : নেটওয়ার্ক/হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ১টি। সিএসই/ইইই/আইটিই/আইসিটি বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমান সিজিপিএসহ স্নাতক/ইঞ্জিনিয়ারিং।
বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১১ জানুয়ারি।
যোগাযোগ : অধ্যক্ষ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ।
সূত্র : ইত্তেফাক, ৩০ ডিসেম্বর, পৃষ্ঠা ৪
□ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড
পদ ও যোগ্যতা : সিনিয়র স্টাফ নার্স, ৩টি। এসএসসি। ডিপ্লোমা-ইন-নার্সিং কোর্সসম্পন্ন।
বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।
পদ ও যোগ্যতা : ড্রাইভার, ১টি। অষ্টম শ্রেণি। ড্রাইভিং লাইসেন্স (ভারী)। ৩ বছরের অভিজ্ঞতা।
বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক, ১টি। অষ্টম শ্রেণি।
বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ৭ ফেব্রুয়ারি।
যোগাযোগ : ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট।
সূত্র : ডেইলি স্টার, ২৭ ডিসেম্বর, পৃষ্ঠা ১১
□ ইবনে সিনা ট্রাস্ট
পদ ও যোগ্যতা : জুনিয়র কনসালট্যান্ট, সার্জারি, ১টি। সার্জারি/অর্থোপেডিক সার্জারিতে ডিপ্লোমা/ ফেলোশিপ। ফিজিওথেরাপিস্ট, ২টি। ডিপ্লোমা। ন্যূনতম
২ বছরের অভিজ্ঞতা।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদনের শেষ তারিখ : ৮ জানুয়ারি।
যোগাযোগ : সেক্রেটারি, ইবনে সিনা ট্রাস্ট, বাড়ি-৪৮, রোড ৯/এ ধানমণ্ডি, ঢাকা।
সূত্র : প্রথম আলো, ২৯ ডিসেম্বর, পৃষ্ঠা ৪
□ নিটল কার্টিজ পেপার মিলস
পদ ও যোগ্যতা : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ম্যানেজার, প্রডাকশন, ৩টি। রসায়নে বিএসসি বা এমএসসি অথবা স্নাতক বা স্নাতকোত্তর। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ম্যানেজার, কেমিক্যাল, ৩টি। রসায়নে বিএসসি বা এমএসসি। সিনিয়র এক্সিকিউটিভ-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ৩টি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা এমএসসি। অফিসার-এক্সিকিউটিভ, ৯টি। স্নাতক বা স্নাতকোত্তর।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদনের শেষ তারিখ : ২৬ জানুয়ারি।
যোগাযোগ : মানবসম্পদ বিভাগ, নিটল-নিলয় গ্রুপ, নিটল-নিলয় টাওয়ার, প্লট # ৪২ ও ৬৯, নিকুঞ্জ-২ বাণিজ্যিক এলাকা, খিলক্ষেত, ঢাকা-১২২৯।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৭ ডিসেম্বর, পৃষ্ঠা ৭
তাহ্সীন উদ্দীন