চমকে দিল পাবনার দৃষ্টিপ্রতিবন্ধীরা

  • দৃষ্টিহীন, এতিম, অসহায়দের ঠিকানা পাবনার মানবকল্যাণ ট্রাস্ট। এবারের এইচএসসি পরীক্ষায়ও ভালো ফল করে সবাইকে অবাক করেছে ট্রাস্টের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ উল হক রানা
অন্যান্য
অন্যান্য
শেয়ার
চমকে দিল পাবনার দৃষ্টিপ্রতিবন্ধীরা

হারুনার রশিদ, আব্দুল মতিন, মাহমুদুল হাসান, মাহবুব জামান, আরিফুল ইসলাম, আব্দুস সবুর, আনোয়ারুল ইসলাম, নাদিম হোসেন, ভোলানাথ সুতার, চন্দন কুমার ধর ও কাওসার হোসেন—সবাই দৃষ্টিপ্রতিবন্ধী। কেউ জন্ম থেকে, কেউ বা শৈশবে কোনো অসুস্থতায় দৃষ্টি হারিয়ে বড় হয়েছে। বৈরী পরিস্থিতিতে বেড়ে ওঠা এই ১১ দৃষ্টিপ্রতিবন্ধী এবারের এইচএসসি পরীক্ষায় ভালো ফল করে তাক লাগিয়ে দিয়েছে। এদের মধ্যে হারুনার রশিদ জিপিএ ৫ এবং অন্যরা এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

দেশের বিভিন্ন স্থানের এসব দৃষ্টিপ্রতিবন্ধীর একটি বিষয়ে দারুণ মিল, সবাই পাবনার মানবকল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। শ্রুতি লেখককের সহায়তায় এরা পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজ এবং শহীদ এম মনসুর আলী কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দেয়। এদের মতো আরো অনেক প্রতিবন্ধী, এতিম, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর মানবকল্যাণ ট্রাস্টে অবস্থান করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। অনেকে পড়াশোনা শেষে চাকরিও করছে।
দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ট্রাস্টে এনে সন্তানের স্নেহে বড় করেন ট্রাস্ট চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসেনসহ অন্যরা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ